Web bengali.cri.cn   
২০১৩ সালে বিশ্বের প্রযুক্তির বাজারে কী কী ঘটবে?
  2012-12-13 19:39:56  cri

মার্ক অ্যান্ডারসন 'স্ট্র্যাটেজিক নিউজ সার্ভিস'-এর প্রথম নির্বাহী কর্মকর্তা। তিনি তথ্যপ্রযুক্তি নিয়ে দারুণ দারুণ পূর্বাভাষ দিয়ে থাকেন। 'স্ট্র্যাটেজিক নিউজ সার্ভিস'-এর প্রতিটি সংখ্যায় লেখা থাকে: এ ম্যাগাজিনে থাকবে কম্পিউটার ও টেলিযোগাযোগ শিল্প সম্পর্কে সবচে নির্ভুল পূর্বাভাষ।

প্রতিবছর মার্ক অ্যান্ডারসন আগামী বছরের প্রযুক্তি ও অর্থনৈতিক প্রবণতার পূর্বাভাষ দিয়ে থাকেন। ২০০৮ সালে ল্যাপটপ জনপ্রিয় হয়ে উঠবে এবং তাতে অ্যাপেল লাভবান হবে বলে তিনি ২০০৭ সালে ভবিষ্যদ্বাণী করেছিলেন। তার পূর্বাভাষ সত্যি হয়েছিল।

আর কদিন বাদে আমরা ২০১৩ সালে প্রবেশ করছি। ২০১৩ সালে বিশ্বের প্রযুক্তির বাজারে কী কী ঘটবে? আজ শুনুন মার্ক অ্যান্ডারসনের সে-সম্পর্কিত পূর্বাভাষ:

এক: ট্যাবলেট পিসি সারা বিশ্বের পিসির বাজার দখল করবে

দুই: প্রসেসর উত্পাদনকারী হিসেবে ইন্টেলের জনপ্রিয়তা কমবে। ট্যাবলেট পিসি ও মোবাইল চিপ উত্পাদনকারীরা জনপ্রিয় হয়ে উঠবে।

তিন: নেট টেলিভিশন জনপ্রিয় হয়ে উঠবে; যুক্তরাষ্ট্রের অনেক পরিবার নেট টেলিভিশন ব্যবহার করবে। অন্য উন্নত দেশগুলোও একই পথে পা বাড়াবে।

চার: লং টার্ম অ্যাভলুশান ও অপটিকাল ফাইবারের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতার ফলে ব্রডব্যান্ডের আঞ্চলিক সংস্কার ঘটবে। ডিএসএল লাইন ব্যবহার করা হয় এমন অঞ্চলে লং টার্ম অ্যাভলুশান ব্যবহারকারীদের খরচ বেশি হয়। কিনউত এতে লাভও হয় বেশি। অন্যদিকে অপটিকাল ফাইবার ব্যবহার করা হয় এমন অঞ্চলে লং টার্ম অ্যাভলুশান ব্যবহার করলে খরচ তুলনামূলকভাবে বেশি হয়, কিন্তু সে-তুলনায় লাভ হয় কম। সেজন্য লং টার্ম অ্যাভলুশান ও অপটিকাল ফাইবারের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতার কারণে আগামী দশ বছরে টেলি যোগাযোগের কাঠামো পূনর্নির্ধারিত হবে।

৫: গুগল আবার শক্তিশালী হয়ে উঠবে।

ফেসবুক বিরক্তিকর হয়ে যাবে। অ্যাপেলের 'জবস-এর দশক' আর থাকবে না। সফ্টওয়ার এবং অ্যামাজন সাধারণ হয়ে যাবে। কিন্তু ই-মেইল, ভিডিও, স্মার্ট মোবাইল, গুগল ম্যাপ এবং চালকবিহীন গাড়ি চালনাসহ বিভিন্ন ক্ষেত্রে গুগল উন্নতির পথ ধরে এগুবে। সৃজনশীলতার দিক দিয়ে গুগল হবে আগামী দিনের অ্যাপেল। বর্তমানে গুগলের উচিত প্রোডাক্ট সাপোর্ট উন্নয়ন করা। না-হলে প্রতিদ্বন্দ্বিতায় হেরে বসতে পারে।

ছয়: চালকবিহীন গাড়ি জনপ্রিয় হয়ে উঠবে। বিভিন্ন কোম্পানি এ-প্রযুক্তি উন্নয়ণের চেষ্টা চালাচ্ছে।

সাত: ইলেক্ট্রনিক বই জনপ্রিয় হয়ে উঠবে।

২০১৩ সালে ইলেক্ট্রনিক বইয়ের বিক্রির পরিমাণ ছাপানো বইয়ের তুলনায় বেশি হবে।

আট: শিল্পপ্রতিষ্ঠান পর্যায়ের তথ্যপ্রযুক্তি-পণ্য কঠোর চ্যালেঞ্জের সম্মুখীণ হবে।

শিল্পপ্রতিষ্ঠান পর্যায়ের তথ্যপ্রযুক্তি-পণ্যের বিক্রি কমে যাবে। আজকাল ভোক্তারা বড় ডাটা ক্রয় করতে চাচ্ছে না।

নয়: রাজনৈতিক নিরাপত্তার ক্ষেত্রে হ্যাকাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকবে

হ্যাকারদের তত্পরতা বর্তমানে আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে এবং ভবিষ্যতেও এ-গুরুত্ব বজায় থাকবে।

দশ: সরবরাহের নিরাপত্তা প্রযুক্তিগত পণ্য ক্রয়ের ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয়ে পরিণত হবে।

যেসব দেশ তথ্যপ্রযুক্তিগত পণ্য উদ্ভাবন ও ডিজাইন করে, তারা ক্রমবর্ধমান হারে নেটওয়ার্কগত নিরাপত্তাহীনতায় ভুগছে। ফলে সরবরাহকারীদের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে। আগামীতে 'সরবরাহের নিরাপত্তা' প্রযুক্তিগত পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয়ে পরিণত হবে।

প্রিয় বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। শেষ করার আগে আমাদের একজন শ্রোতার চিঠি পড়ে শোনাতে চাই। আমাদের এই শ্রোতা বাংলাদেশের যশোর জেলার মাহবুব আলম। আমাদের অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, "ঘুম থেকে ওঠার পর এককাপ পানি পান করার উপকারিতা সম্পর্কে 'হাল-শৈলী' অনুষ্ঠানে অবগত হলাম। এ-সংক্রান্ত তথ্যগুলো জেনে উপকৃত হয়েছি। এরকম তথ্য আরো চাই।" বন্ধু মাহবুব আলম, আপনার চিঠির জন্য আন্তরিক ধন্যবাদ । আমরা মাঝেমধ্যেই এ-ধরণের 'টিপস' দিয়ে থাকি। সবার সুস্বাস্থ্য ও আনন্দময় জীবনই আমাদের কামনা। আপনার পরামর্শ আমাদের মনে থাকবে। আপনার মতো শ্রোতাবন্ধুদের কাছ থেকে আমরা এ-ধরনের পরামর্শই প্রত্যাশা করি। আপনাকে আবারো ধন্যবাদ।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের 'হাল-শৈলী' অনুষ্ঠান এ-পর্যন্তই। অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগল? যদি ভালো লেগে থাকে এবং এ-অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে চিঠি বা ই-মেইল পাঠাতে ভুলবেন না। আমাদের ইমেইল ঠিকানা হলো wangdanhong@cri.com.cn এবং ben@cri.com.cn। দয়া করে দু'টো ঠিকানায় ই-মেইল পাঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী বৃহস্পতিবার আবার কথা হবে। যাই চিয়ান। (রুবি/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক