


রিপোর্টে বলা হয়েছে, ২০১৩ সালে যে ২১ কোটি ট্যাবলেট পিসি বিক্রি হবে বলে অনুমান করা হচ্ছে, সেগুলোর মধ্যে ১৪ কোটি পিসি ব্র্যান্ডের। ট্যাবলেট পিসি লেপটপের তুলনায় বেশি বিক্রি হবে, এ খবর স্যামসাং, অ্যাপেল, গুগল ও সফ্টওয়ারের জন্য একটি সুখবরই বটে।
ডিজিটাইমস্ রিসার্চ-এর পুর্বাভাষ অনুযায়ী, ২০১৩ সালে ট্যাবলেট পিসির খাতে অ্যাপেলের বিক্রির পরিমাণ দাঁড়াবে ৭৮০ লাখে, যা গোটা বাজারের ৫৫.৬ শতাংশ। চলতি অর্থ বছরে অ্যাপেলের ট্যাবলেট পিসি বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৫৮০ লাখে। যার মানে ২০১৩ সালে এ কোম্পানির পিসি বিক্রির বৃদ্ধির হার ৩৪ শতাংশে দাঁড়াবে।
রিপোর্টে আরও বলা হয়েছে, আইপ্যাড মিনির মাধ্যমে কোম্পানির ট্যাবলেট পিসি খাতে বিক্রির পরিমাণ বাড়বে কি না, তা অ্যাপেলের জন্য খুব গুরুত্বপূর্ণ।
মরগ্যান স্ট্যানলির পুর্বাভাষ অনুযায়ী, ২০১৩ সালের প্রথম প্রান্তিকে অ্যাপেলের আইপ্যাডের বিক্রির পরিমাণ ১৯০ লাখে দাঁড়াবে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৫৮ শতাংশ বেশি। এ-বৃদ্ধির হার বজায় থাকলে ২০১৩ সালে অ্যাপেলের আইপ্যাডের বিক্রির পরিমাণ ১০ কোটি ৫০ লাখে দাঁড়াতে পারে।
এ ছাড়া, ২০১৩ সালে গুগল নেক্সাসের মাধ্যমে নতুন শক্তি পেতে চায়। এ-বছর গুগল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ট্যাবলেট পিসি উত্পাদনকারীতে পরিণত হবে। এর বিক্রির পরিমাণ ১৯০ লাখে দাঁড়াবে। এদিকে, সফ্টওয়ার সারফেস ট্যাবলেট পিসি বিক্রির ক্ষেত্রে প্রবৃদ্ধি অর্জনের আশায় আছে।
প্রিয় শ্রোতা, আজকের 'হাল-শৈলী' অনুষ্ঠান এ পর্যন্ত। এ অনুষ্ঠান আপনাদের কেমন লাগল। যদি ভালো লেগে থাকে এবং এ অনুষ্ঠান নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে চিঠি বা ইমেইল পাঠাতে ভুলে যাবেন না। আমাদের ইমেইল ঠিকানা হলো wangdanhong@cri.com.cn এবং ben@cri.com.cn। দয়া করে দু'টো ঠিকানায় ইমেইল পাঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী বৃহস্পতিবার আবার কথা হবে। যাই চিয়ান। (রুবি/আলিম)




