Web bengali.cri.cn   
শ্রীলংকার বৃহত্তম কারাগারে দাঙ্গা-হাঙ্গামায় কমপক্ষে ২৭ নিহত
  2012-11-20 18:34:43  cri

বিদেশী তথ্যমাধ্যমের খবর অনুসারে, শ্রীলংকার রাজধানী কলোম্বোয় অবস্থিত সে-দেশের বৃহত্তম কারাগারে স্থানীয় সময় ৯ নভেম্বর হাঙ্গা-দাঙ্গামার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

শ্রীলংকার কারা প্রশাসন জানিয়েছে, ৯ নভেম্বর কলোম্বোর ওয়েলিকোডা কারাগারে অবৈধ দ্রব্যের সন্ধানে তল্লাশি চালানোর সময় কয়েদীদের সঙ্গে কারারক্ষী ও পুলিশের সংঘর্ষ হয়। কয়েদীরা কারাগারের অস্ত্রগুদাম থেকে অস্ত্র কেড়ে নিয়ে পুলিশের প্রতি গুলি বর্ষণ করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোনো কোনো কয়েদী দাঙ্গা-হাঙ্গামার সময় কারাগার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এসময় পুলিশ গুলি ছুঁড়ে তাদের বাঁধা দেয়। এরপরও কিছু কয়েদী পালিয়ে যেতে সক্ষম হয়।

তারপর শ্রীলংকার সামরিক বাহিনী বিশেষ অভিযান চালানোর মাধ্যমে সাফল্যের সাথে দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত কয়েদীদের নিয়ন্ত্রণ করে এবং দাঙ্গাবাজের হাত থেকে কয়েকজন জিম্মিকেও উদ্ধার করে। তবে, পুলিশ খোয়া-যাওয়া অস্ত্রের কিছু এখনো উদ্ধার করতে পারেনি।

১০ নভেম্বর শ্রীলংকার কারা-প্রশাসন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তার পার্লামেন্টের কাছে রিপোর্ট দেয়ার সময় বলেন, কমপক্ষে ২৭ জন হাঙ্গা-দাঙ্গামায় নিহত হয়েছে।

কলোম্বোর রাষ্ট্রীয় হাসপাতালের একজন কর্মকর্তা বলেছেন, হাসপাতালটি ৫৯ জন আহত ব্যক্তিকে ভর্তি করিয়েছে। তাঁদের মধ্যে ৫১ জনের চিকিত্সা চলছে। আহতদের মধ্যে রয়েছে কয়েদী, পুলিশ, সৈন্য, কারারক্ষী এবং একজন বেসামরিক নাগরিক।

কারাগারে হাঙ্গা-দাঙ্গামা শুরু হবার পর শ্রীলংকায় নিযুক্ত চীনা দূতাবাসের কনস্যুলার সেখানে বসবাসরত চীনা নাগরিকদের নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার পর বাইরে বের না-হতে অনুরোধ জানান।

ওয়েলিকোডা কারাগারে প্রায় ৪ হাজার ৫শ' কয়েদী আছে। এরমধ্যে এলটিটিই-এর গেরিলাও রয়েছে। কিন্তু এলটিটিই-এর এসব সদস্য দাঙ্গায় অংশ নিয়েছে কি না তা স্পষ্ট নয়।

বিংশ শতাব্দীর সত্তুরের দশক থেকে এলটিটিই সহিংসতার মাধ্যমে শ্রীলংকার পূর্ব ও উত্তরাঞ্চলে একটি স্বাধীন তামিল রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা চালিয়েছে। তারা শ্রীলংকা ও ভারতের সাথে স্বাক্ষরিত শান্তিচুক্তির বিরোধিতা করার পাশাপাশি, শ্রীলংকায় মোতায়েন ভারতিয় বাহিনী প্রত্যাহারেরও দাবি জানায়। ২০০৯ সালের ১৭ মে এলটিটিই সরকারি বাহিনীর বিরুদ্ধে ২৫ বছরের যুদ্ধ বন্ধের ঘোষণা দেয় এবং অস্ত্র ত্যাগ করে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক