Web bengali.cri.cn   
সেনা আইনে সংশোধনী চায় পাকিস্তান সুপ্রিম কোর্ট
  2012-11-20 18:26:01  cri

পাকিস্তানের সুপ্রিম কোর্ট সে-দেশের সরকারের প্রতি ১৯৫২ সালের সামরিক আইনে সংশোধনী আনার বিষয় বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।

ওই আইনে বিদ্যমান 'অসংগতি' দূর করার স্বার্থে গত সোমবার (১২ নভেম্বর) সর্বোচ্চ আদালত এ-আহ্বান জানায়। প্রচলিত আইনে সামরিক আদালতে অভিযুক্ত কোনো ব্যক্তিকে 'ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল'-এর (এফজিসিএম) প্রয়োজনীয় নথিপত্র বা দলিল সরবরাহ করা হয় না। এসব নথি সরবরাহ না করায় তাঁর সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হয়।

বিচারের রায়ের অনুলিপি ও এফজিসিএমের অন্যান্য রেকর্ড হাতে না-পাওয়ায়, দোষী বা অভিযুক্ত ব্যক্তি রায়ের বিরুদ্ধে আপিল করার ক্ষেত্র (গ্রাউন্ড) তৈরিতে বাঁধার মুখে পড়েন।

আদালত বলেন, 'প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের সামরিক আইনে সংশোধনী আনার বিষয় বিবেচনা করতে পারে, যে-ধরনের সংশোধনী পাকিস্তান বিমানবাহিনীর ১৯৫৭ সালের আইনে আনা হয়েছিল।'

ইতোপূর্বে প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরী, বিচারপতি গুলজার আহমেদ ও বিচারপতি শেখ আজমত সাঈদের সমন্বয়ে গঠিত বেঞ্চ সেনাবাহিনীর অবসর-প্রাপ্ত কর্নেল মোহাম্মদ আকরামের দাখিল করা দুটি পিটিশন গ্রহণ করেন।

দোষী ব্যক্তি তাঁর বিরুদ্ধে সাজার কারণ অবগত হয়ে যাতে যথাযথভাবে আপিলের সুযোগ পান, সেই লক্ষ্যে পিটিশন দুটির একটিতে অনুরোধ জানানো হয়। অপর পিটিশনে অনুরোধ জানানো হয় ওই আইনের একটি ধারা বাতিলের।

আদালতের এ-আহ্বান নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় কী পরিকল্পনা করছে, তা আদালতকে জানাতেও বলেছে সুপ্রিম কোর্ট।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক