Web bengali.cri.cn   
সিপিসি-র ১৮তম কংগ্রেসের সমাপ্তি ও নতুন নেতৃত্ব সম্পর্কে সিআরআই-এর তামিল শ্রোতাদের ইতিবাচক মন্তব্য
  2012-11-15 17:57:35  cri
নভোম্বর ১৫: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ১৮তম জাতীয় কংগ্রেস বুধবার শেষ হবার পর সিআরআইয়ের তামিল শ্রোতা এবং ইন্টারনেট ব্যবহারকারীরা টেলিফোন ও ই-মেলের মাধ্যমে তাদের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।

ইন্টারনেট ব্যবহারকারী ওয়ালাডেলাজি তার ইমেলে লিখেছেন, "আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতে চীন ও ভারতের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আদান-প্রদান, বাণিজ্যিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় আরও জোরদার হবে এবং নতুন নেতৃবৃন্দের নেতৃত্বে চীনের উন্নয়ন আরও বেগবান হবে।"

এদিকে, ভারতের তামিলনাড়ু অঞ্চলের শ্রোতা ওয়ালেইসা টেলিফোনে বলেছেন, "সিপিসির জাতীয় কংগ্রেস সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। এর সফলতা প্রমাণ করে যে, সিপিসি-র ভেতরে অভূতপূর্ব পরিবর্তন প্রক্রিয়া অব্যাহতভাবে চলছে।" (চিয়াং/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক