


বাজার দখলের এ-চেষ্টার সময় চীনের সৃজনশীল ব্র্যান্ড 'ইরেনইবেন'-ও বসে নেই। সম্প্রতি ইরেনইবেন তার ষষ্ঠ পণ্য বাজারে ছাড়ার আগে এক প্রেস ব্রিফিং-য়ের আয়োজন করে। চীনের বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা খে ইয়ো এ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে কোম্পানির বোর্ড চেয়ারম্যা ন তু কুও ইং ৫০০ অতিথির সামনে পণ্যটি প্রদর্শন করেন।
প্রেস ব্রিফিংয়ে তু কুও ইং সফ্টওয়ার ও আপেলের পণ্যের সাথে ইরেনইবেন-এর পণ্যের তুলনা করেন। ইরেনইবেন'র দাম ৪৯৮০ ইউয়ান। এ দাম আইপ্যাড ও সারফেসের তুলনায় বেশি। তু কুও ইং নিজের এ পণ্য নিয়ে আত্মবিশ্বাসী।
এদিকে, হস্তাক্ষর উনপুটভিত্তিক ইরেনইবেন পণ্য অর্থ, চিকিত্সা, পরিবহণ, পুলিশ এবং শিক্ষাসহ বিভিন্ন খাতে জনপ্রিয় হয়ে উঠেছে। ইরেনইবেন-এর পাশাপাশি চীনের লেনোভোও ট্যাবলেট পিসি খাতে বিনিয়োগ করছে। এক মাস আগে লেনোভো শাংহাইয়ে তার সর্বশেষ পণ্য ইয়োগা প্রকাশ করেছে। ইয়োগা তিনশ ষাট ডিগ্রী উল্টানো যায়।
লেনোভোর কর্মকর্তা ইয়াং ইউয়ান ছিং বলেন, ইয়োগায় ট্যাবলেট পিসি ও পিসি সংযুক্ত হয়েছে। তিনি বলেন, 'আগামী দু'এক বছরের মধ্যে ট্যাবলেট ও লেপটপের মিলিত রূপই এ খাতের নতুন মানদন্ডে পরিণত হবে বলে আমি বিশ্বাস করি"।
কিন্তু চীনের সৃজনশীল ট্যাবলেট পিসির বাজার কম। ইরেনইবেন'র প্রধান নির্বাহী কর্মকর্তা কুয়ান ফাং লি ইয়ো বলেন, চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর উচিত সফ্টওয়ার ও আপেলের সাথে নিজেদের পার্থক্য খুঁজে বের করা ।
প্রিয় শ্রোতা, আজকের 'হাল-শৈলী' অনুষ্ঠান এ পর্যন্ত। এ অনুষ্ঠান আপনাদের কেমন লাগল। যদি ভালো লেগে থাকে এবং এ অনুষ্ঠান নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে চিঠি বা ইমেইল পাঠাতে ভুলে যাবেন না। আমাদের ইমেইল ঠিকানা হলো wangdanhong@cri.com.cn এবং ben@cri.com.cn। দয়া করে দু'টো ঠিকানায় ইমেইল পাঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী বৃহস্পতিবার আবার কথা হবে। যাই চিয়ান। -রুবি/আলিম




