


গত ২৯ অক্টোবর পর্যন্ত চলতি প্রান্তিকে আপেলের নিট লাভের পরিমাণ ছিলো ৮.২২৩ বিলিয়ন মার্কিন ডলার। প্রতি শেয়ারের লাভ ছিলো ৮.৬৭ ডলার। যা গত বছরের একই সময়ের চেয়ে বেশি। ২০১১ সালের শেষ প্রান্তিকে আপেলের নেট লাভের পরিমাণ ছিল ৬.৬২৩ বিলিয়ন ডলার। প্রতি শেয়ারের লাভ ছিল ৭.০৫ ডলার। সে সময় আপেলের বিক্রির পরিমাণ ছিল ১০.৯৪৪ বিলিয়ন ডলার। যা আগের বছরের ৮.৭১ বিলিয়ন ডলারের চেয়ে বেশি। কিন্তু চলতি বছরের শেষ প্রান্তিকে এ পরিমাণ ছিল ৩৫.৯৬৬ বিলিয়ন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আপেলের শেষ প্রান্তিকে বিক্রির পরিমাণ হুয়াল স্ট্রিটের বিশ্লেষকদের পুর্বাভাষের পরিমাণে না-পৌছা সত্ত্বেও সে থেকে ব্যবধান বেশি নয়।
শেষ প্রান্তিকে আপেল ৪৯ লাখ ম্যাক বিক্রি করেছে, যা গত বছরের এই সময়ের চেয়ে ১ শতাংশ বেশি। ৫৩ লাখ আইপড বিক্রি করা হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৯ শতাংশ কম। ২৬৯ লাখ আইফোন বিক্রি করা হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৫৮ শতাংশ বেশি। ১৪০ লাখ আইপ্যাড বিক্রি করা হয়েছে যা গত বছরের একই সময়ের চেয়ে ২৭ শতাংশ বেশি।
এলাকার দিক থেকে বললে শেষ প্রান্তিকে আপেলের আমেরিকা মহাদেশ বিষয়ক বিভাগের বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ১৩.৮১ বিলিয়ন ডলার। যা গত বছরের একই সময়ের ৯.৬৪৮ বিলিয়ন ডলারের চেয়ে ৪৩ শতাংশ বেশি। ইউরোপ বিষয়ক বিভাগের বিক্রির পরিমাণ ছিলো ৮.০২৩ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের ৭.৩৯৭ বিলিয়ন ডলারের চেয়ে ৮ শতাংশ বেশি। জাপান বিষয়ক বিভাগের বিক্রির পরিমাণ ছিল ২.৩৬৭ বিলিয়ন ডলার। যা গত বছরের একই সময়ের ১.১১১ বিলিয়ন ডলারের চেয়ে ১১৩ শতাংশ বেশি। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক বিভাগের বিক্রির পরিমাণ ৭.৫৩৭ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের ৬.৫৩০ বিলিয়ন ডলারের চেয়ে ১৫ শতাংশ বেশি।
আপেল কোম্পানির প্রথম নির্বাহী সিইও থিম কুক বলেন, চলতি অর্থবছর শেষ প্রান্তিকে বিক্রির পরিমাণ নিয়ে আমরা সন্তুষ্ট। আমরা ইতিহাসে সবচে ভালো আইফোন, আইপ্যাড, ম্যাক এবং আইপোড নিয়ে কেনাকাটা মৌসুমে প্রবেশ করছি। পাশাপাশি নতুন পণ্য নিয়েও আমরা আত্মবিশ্বাসী।
প্রিয় শ্রোতা, আজকের 'হাল-শৈলী' অনুষ্ঠান এ পর্যন্ত। এ অনুষ্ঠান আপনাদের কেমন লাগল। যদি ভালো লেগে থাকে এবং এ অনুষ্ঠান নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে চিঠি বা ইমেইল পাঠাতে ভুলে যাবেন না। আমাদের ইমেইল ঠিকানা হলো wangdanhong@cri.com.cn এবং ben@cri.com.cn। দয়া করে দু'টো ঠিকানায় ইমেইল পাঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী বৃহস্পতিবার আবার কথা হবে। যাই চিয়ান। -রুবি/আলিম




