

কিন্তু যখন তারা ৪০ তলায় পৌঁছলেন তখন তারা আবার ক্লান্তি বোধ করলেন। তখন তারা পরস্পরকে দোষ দিতে শুরু করলেন। একজন বললেন, কেন আগে বিজ্ঞপ্তি দেখ না? আরেক জন বললেন, কেন এত ভারী লাগেজ এনেছো? এভাবে তারা ৬০ তলায় পৌঁছলেন। তখন তারা একেবারে অবসন্ন হয়ে গেলেন। ছোট ভাই বড় ভাইকে বললেন: ' আর ঝগড়া করবো না। আমরা উপরে হামাগুড়ি দিয়ে উঠবো'। অবশেষে দুই ভাই ৮০ তলায় পৌঁছলেন। নিজেদের বাসার দরজার সামনে দাঁড়িয়ে টের পেলেন, দরজার চাবি ২০ তলায় রেখে-আসা লাগেজের ভেতরে রয়ে গেছে।
গল্পটি প্রতিকী। ২০ বছর বয়সের আগে আমরা বাবা-মা এবং শিক্ষকদের আশা-আকাঙ্ক্ষার চাপের মধ্যে জীবনযাপন করছিলাম। তখন চাপ অনেক বেশি ছিল, আমাদের যোগ্যতাও ছিল কম। ২০ বছর বয়সের পর আমরা তাদের আরোপিত চাপ মাথা থেকে ফেলে দিয়ে নিজেদের স্বপ্ন খুঁজতে পথে নামলাম। এভাবে কেটে গেল আরো ২০টি বছর। ৪০ বছর বয়সে হঠাত টের পেলাম, জীবনে অনেক না-পাওয়ার কষ্ট আছে। তখন আমরা বিভিন্ন পরিবেশ ও ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করতে করতে পার করে দিলাম আরো ২০টি বছর। ৬০ বছর বয়সে বুঝতে পারলাম, জীবনের সময় আর বেশী নেই। আর অভিযোগ করার কোন মানে হয় না। তখন হঠাত মনে পড়ল, জীবনে অনেককিছু করা হয়নি। সবশেষে বোঝা গেল, সমস্ত স্বপ্ন বিশ বছর বয়সে রেখে দেয়া হয়েছে। (চিয়াং)




