Web bengali.cri.cn   
মুক্তার কথা-২৮ অক্টোবর
  2012-11-01 10:58:51  cri

  চীনে হুই জাতি, উইগুর জাতি, কাজাখ জাতি, উজবেক জাতি তাজিখ জাতি, তাতার জাতি, কিরগিজ জাতি, সালা জাতি, তুংসিয়াং জাতি, পাওআন জাতি প্রভৃতি ইসলাম ধর্মাবলম্বী জাতি এই উত্সব পালন করে। এই উত্সবের আগে বাসায় বাসায় পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় আর উত্সবে ব্যবহার্য নানা রকম জল খাবার তৈরি করা হয়। উত্সবের দিন ভোরে মুসলমানরা গোসল করে পরিস্কার পোষাক পরে মসজিদে গিয়ে ইমামের পাঠ করা কোরান শুনেন এবং ঈদের নামাজ পড়েন। চীনের বিভিন্ন ইসলামী জাতি ঈদ-উল-আজহা কাটানোর ঐতিহ্য ভিন্ন। সিংচিয়াং উইগুর জাতির লোকেরা কোরবানি উত্সবের সময় বিরাটাকারের নৃত্য সংগীতানুষ্ঠানেরও আয়োজন করেন। কাজাখ, কিরগিজ, তাজিক, উজবেক প্রভৃতি জাতি উত্সবকালে ধাবমান অশ্বে আরোহন করে মেষ ধরার প্রতিযোগিতা, ঘোড় দৌড় প্রতিযোগিতা, কুস্তি প্রতিযোগিতা প্রভৃতি ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করে।

যদিও চীনের কোনো জাতীয় ধর্ম নেই, তবুও চীনের ১০টি জাতি ইমলাম ধর্ম বিশ্বাস করে। সেজন্য ঈর-উল-আজহা হল চীনের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উত্সব।

1 2 3
মন্তব্য
মন্তব্য
লিঙ্ক