'টি-টোয়েন্টি এশিয়া কাপ, ২০১২' ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে উঠলো ভারত ও পাকিস্তান
2012-10-30 18:41:07 cri
অক্টোবর ৩০: 'টি-টোয়েন্টি এশিয়া কাপ, ২০১২' ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে উঠলো ভারত ও পাকিস্তান। মঙ্গলবার দ্বিতীয় সেমি-ফাইনালে পাকিস্তান বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠে। বৃষ্টির কারণে ভারত ও শ্রীলংকার মধ্যে নির্ধারিত প্রথম সেমি-ফাইনাল পরিত্যক্ত হওয়ায়, গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ভারত ফাইনালে উঠে যায়। বুধবার ভারত-পাকিস্তান ফাইনাল অনুষ্ঠিত হবে চীনের কুয়াংতুং শিল্প বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে।
সোমবার রাত থেকে টানা বৃষ্টির কারণে মঙ্গলবার সকালে ভারত-শ্রীলংকা ম্যাচটি বাতিল হয়। কিন্তু বিকেলে দ্বিতীয় সেমি-ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৮২ রান করতে সক্ষম হয়। জবাবে ব্যাট করতে নেমে ১৭তম ওভারেই পাকিস্তান দল ৮৩ রান করে জয় ছিনিয়ে নেয়। পাকিস্তান দলের খেলোয়াড় নিদা রাশিদ দার 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' হবার গৌরব অর্জন করেন।
---ইয়ু কুয়াং ইউয়ে কুয়াংচৌ থেকে
'টি-টোয়েন্ট এশিয়া কাপ, ২০১২'-এর দ্বিতীয় সেমিফাইনালে খেলছে বাংলাদেশ ও পাকিস্তান।
দ্বিতীয় সেমিফাইনালের 'প্লেয়ার অব দ্য ম্যাচ' পাকিস্তানের নিদা রাশিদ দার।
মন্তব্য
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক