


জানা গেছে, আইপ্যাড মিনির ৭.৮৫ ইঞ্চি স্ক্রীন থাকবে এবং স্টোরেজ ক্ষমতা ৮ থেকে ৮৬ গিগাবাইট।
বর্তমানে অ্যাপেল ট্যাবলেট পিসি খাতে ব্যাপক সাফল্য অর্জন করেছে। আইপ্যাড এ-খাতের সবচে জনপ্রিয় পণ্য। প্রথম যখন আইপ্যাড বাজারে ছাড়া হয় তখন এর মূল্য ছিল ৪৯৯ মার্কিন ডলার।
'আইপ্যাড মিনি' অ্যাপেলের সবচে গুরুত্বপূর্ণ পণ্যে পরিণত হবে যে কারণে:
এক: কম মূল্য
আইপ্যাড মিনির উত্পাদন খরচ কম। সেজন্য কম খরচে 'আইপ্যাড মিনি' বাজারে ছাড়া ঝুঁকিপূর্ণ নয়।
দুই: গুগল ও আমাজন ফ্যাক্টর
গুগল Nexus ও আমাজনের Kindle Fire HD না-থাকলে হয়ত আপেল আইপ্যাড মিনি বাজারে নিয়ে আসতো না। Nexus ও Kindle Fire HD বরাবরই ট্যাবলেট পিসির বাজার দখল করে যাচ্ছিল। অ্যাপেল কোম্পানি চায় এ বাজার দখল করে বেশি আয় করতে। সেজন্য 'আইপ্যাড মিনি' সঠিক সময়ে বাজারে ছাড়ে কোম্পানিটি।
তিন: ট্যাবলেট পিসির খাতে অন্য প্রতিযোগীকে পিছনে ফেলবে
Nexus ও Kindle Fire H-র সাথে প্রতিযোগিতায় সুবিধে করতে না-পারলেও, নুক ও সামসং'র Galaxy Tabসহ ৭ ইঞ্চি স্ক্রীনের ট্যাবলেট পিসি আইপ্যাড মিনির পেছনে পড়বে।
চার: কম মূল্যের কারণে ভোক্তারা আকৃষ্ট হবে
অ্যঅপেল জানে যে, আইপ্যাড খুব শক্তিশালী হওয়া সত্ত্বেও, ভোক্তাদের আকর্ষণ করতে পারেনি অধিক মূল্যের কারণে। সেজন্য আপেল কম মূল্যের 'আইপ্যাড মিনি' প্রকাশ করবে। আইপ্যাড মিনির দাম হবে ২৪৯ মার্কিন ডলার।
পাঁচ: সামনে ক্রিসমাস
অ্যাপেল 'আইপ্যাড মিনি' কেন আসছে? ক্যালেন্ডার দেখুন। সামনেই ক্রিসমাস। এ-সময় কেনাকাটা বেশি হয়।
ছয়: আইপ্যাড মিনি নতুন অনুরাগী সৃষ্টি করবে
কম মূল্য ও ছোট আকারের এ ট্যাবলেট পিসি শিশুদের জন্য খুব আকর্ষণীয়। বাবা-মারা সব সময় শিশুদের জন্য কম মূল্যের ট্যাবলেট পিসি কেনেন। যাতে শিশুরা তাদের দামী ট্যাবলেট পিসির প্রতি আকৃষ্ট না-হয়। অ্যাপেল বিষয়টি মাথায় রেখেছে।
প্রিয় শ্রোতা, আজকের 'হাল-শৈলী' অনুষ্ঠান এ-পর্যন্ত। এ অনুষ্ঠান আপনাদের কেমন লাগল। যদি ভালো লেগে থাকে এবং এ অনুষ্ঠান নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে চিঠি বা ইমেইল পাঠাতে ভুলে যাবেন না। আমাদের ইমেইল ঠিকানা হলো wangdanhong@cri.com.cn এবং ben@cri.com.cn। দয়া করে দু'টো ঠিকানায় ইমেইল পাঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী বৃহস্পতিবার আবার কথা হবে। যাই চিয়ান। -রুবি/আলিম




