Web bengali.cri.cn   
হোনান খনি শিল্পের সবুজ উন্নয়ন-পথ অন্বেষণ
  2012-11-05 20:08:13  cri

চীনের খনি শিল্পের বড় প্রদেশ হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে হোনান ধাপে ধাপে এক সবুজ উন্নয়নের পথ অন্বেষণ করেছে। হোনান খনি-পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করাসহ নানা ক্ষেত্রে লক্ষণীয় সাফল্য অর্জন করেছে।

খনি শিল্প হচ্ছে হোনান প্রদেশের স্তম্ভ শিল্পের অন্যতম। এই প্রদেশে গোটা শিল্পের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শুধু খনি শিল্পের অবদান ৫০ শতাংশেরও বেশি। সম্প্রতি সিআরআই'র একজন সংবাদদাতা হোনানের খনি অঞ্চলে সাক্ষাত্কার নেওয়ার সময় জেনেছেন যে, সাম্প্রতিক বছরগুলোতে হোনান প্রদেশ 'সোনালী পাহাড় ও রূপালী পাহাড় চাওয়ার পাশাপাশি সবুজ নদনদী ও পাহাড়ও চায়' এমন উন্নয়ন-শ্লোগান উত্থাপন করেছে। তারা এ চেতনার ভিত্তিতে সবুজ খনি-পাহাড় গড়ে তোলার প্রচেষ্টা চালিয়েছে। হোনান প্রদেশের জাতীয় ভূমিসম্পদ বিভাগের উপপ্রধান কুও কোং মিন সংবাদদাতাকে বলেন, "সাম্প্রতিক বছরগুলোতে আমরা সবুজ খনি শিল্পের চিন্তাধারা অনুসরণ করে খনিজ সম্পদের অনুসন্ধান, সার্বিক পর্যালোচনা ও ব্যবহারসহ নানা ক্ষেত্রে মনোযোগ দিয়েছি। আমাদের প্রচেষ্টায় এক খনি ক্ষেত্রের পরিবর্তে বহু খনি ক্ষেত্র, খারাপ খনি ক্ষেত্রের পরিবর্তে ভালো খনি ক্ষেত্র, দরিদ্র খনি ক্ষেত্রের পরিবর্তে ধনী খনি ক্ষেত্র, খনিজ বর্জ্য পদার্থের পরিবর্তে মূল্যবান পণ্যসহ নানা দিকে লক্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে। সম্পদ ব্যবহারের হার আর সামাজিক মুনাফা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সম্পদ ও পরিবেশ সংরক্ষিত হয়েছে, উন্নয়ন নিশ্চিত করা হয়েছে। এতে জনসাধারণের উপকার হয়েছে।"

যদিও হোনান প্রদেশ খনি সম্পদে সমৃদ্ধ, তবে তা ব্যবহার করা খুব কঠিন বলে বহু বছর ধরে হোনানের খনি শিল্পের উন্নয়ন সম্ভব হয়নি। এর জন্য হোনানের বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান আর সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলো জোরালোভাবে প্রযুক্তিগত উদ্ভাবন ও শিল্পের সংস্কার এগিয়ে নিয়েছে। এর মাধ্যমে সর্ব মাত্রায় সম্পদ সাশ্রয় হয়েছে। এ প্রক্রিয়ায় কিছু কিছু শিল্পপ্রতিষ্ঠান যৌথ গবেষণাসহ নানা পদ্ধতিতে সক্রিয়ভাবে বিশ্বের উন্নত মানের প্রযুক্তি আমদানি করেছে।

লোইয়াং লুয়ানছুয়ান মলিবডিনাম শিল্প কোম্পানি লিমিডেট ২০০১ সালের মে মাসে রাশিয়ার জাতীয় প্রযুক্তি কেন্দ্রের রঙ্গিন ধাতু গবেষণালয়ের সঙ্গে সহযোগিতা করে মলিবডিনাম খনির বর্জ্য পদার্থ থেকে সাদা টাংস্টেন পুনরুত্থানের নতুন প্রযুক্তি আবিষ্কার করে। এখন লোইয়াং মলিবডিনাম শিল্পগোষ্ঠি চীনের দ্বিতীয় বৃহত্তম টাংস্টেন কনসেনট্রেট উত্পাদন শিল্পপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ গোষ্ঠির বোর্ডের চেয়ারম্যান দুয়ান ইয়ু সিয়ান সংবাদদাতাকে বলেন, "সাম্প্রতিক বছরগুলোতে লোইয়াং মলিবডিনাম শিল্পগোষ্ঠির সবচেয়ে বড় অবদান হচ্ছে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন আর সার্বিক প্রয়োগ। বিশেষ করে নিম্ন মানের সাদা টাংস্টেন পুনরুত্থানের নতুন প্রযুক্তি কাজে লাগিয়ে মলিবডিনাম খনির সঙ্গে আনুষঙ্গিক তিনটি সাদা টাংস্টেন পুনরুত্থান কারখানা প্রতিষ্ঠিত হয়েছে। এখন আমাদের পুনরুত্থানের হার ৭২ থেকে ৭৫ শতাংশে পৌঁছেছে। এর ফলে আমাদের আর্থিক মুনাফা অনেক বৃদ্ধি পেয়েছে।"

সফরকালে সংবাদদাতা লক্ষ্য করেন, হোনানের খনি-খনন এলাকার প্রাকৃতিক পরিবেশে অনেক উন্নতি হয়েছে। নগ্ন খনি-খনন অঞ্চল খুব কম দেখা যায়, চারদিকে সবুজ আর সবুজ। কিন্তু অতীতে এখানকার দৃশ্য এ রকম ছিল না। তখন খনি-পাহাড় এলাকার দূষণ পরিস্থিতি ছিল গুরুতর। হোনান প্রদেশ সুশৃঙ্খল খনি-খননের সংস্কার করেছে।

যেমন লোইয়াং মলিবডিনাম গোষ্ঠি সাম্প্রতিক বছরগুলোতে পরিবেশ সংরক্ষণের জন্য ১০ কোটি ইউয়ানেরও বেশি অর্থ ব্যয় করেছে এবং ১৫ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের গাছগাছড়া লাগিয়েছে। খনি-খনন অঞ্চলে সবুজায়নের হার ৮৫ শতাংশেরও বেশি। হোনান প্রদেশের লুয়ান ছুয়ান জেলার গণকংগ্রেসের উপপ্রধান চাং চিয়ান মিন জানিয়েছেন, লোইয়াং মনিবডিনাম গোষ্ঠির একটি খনিক্ষেত্র গাছগাছড়া লাগানোর পর এক ভূতাত্ত্বিক পার্কে রূপান্তরিত হয়েছে। ভবিষ্যতে এখানে পর্যটন শিল্প উন্নয়ন করা যাবে।

হোনান প্রদেশের ভূমি ও সম্পদ বিভাগের উপপ্রধান কুও কোং মিন বলেন, "হোনান প্রদেশ খনি শিল্পের এক বৃহত্ প্রদেশ। তবে আমরা কৃষি ও খাদ্য এবং পরিবেশ নষ্ট করার মূল্য দিয়ে খনি শিল্প উন্নয়নের পথে যেতে চাই না। আমরা বিজ্ঞানসম্মত উন্নয়ন তত্ত্বের মৌলিক নীতি অনুশীলন করবো। এটা আমাদের প্রতিশ্রুতি এবং দায়িত্ব।"(ইয়ু/এসআর)

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক