Web bengali.cri.cn   
জাপানে সাধারণ পরিবারের সঙ্গে রাজপরিবারের সম্বন্ধের প্রস্তাব
  2012-10-16 19:27:39  cri
ভবিষ্যতে রাজপরিবারের সদস্য সংখ্যা আর কমে না যায়, সেজন্য সাধারণ নাগরিদের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ রাজপরিবারের নারীদের রাজকীয় মর্যাদা বজায় রাখা অনুমোদন দেওয়ার কথা ভাবছে দেশটির সরকার। তবে শুধু রাজকন্যারা এ অধিকার পাবে।

জাপানের রাজপরিবারে নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি। কারো কারো আশংকা রাজপরিবারের আকার ভবিষ্যতে আরো ছোট হয়ে যাবে। গত বছর জাপান সরকার বিকল্প নিয়ে আলোচনা করার ঘোষণা দেয়। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত মতামত শোনার জন্য সরকার ছ' বারের মতো ১২জন বিশেষজ্ঞতে আহ্বান করে।

মন্ত্রিপরিষদ সচিব ওসামু ফুচিমুরা বলেছেন, সরকার দু'মাসের মধ্যে রিপোর্টের বিষয় নিয়ে জনসাধারণের মতামত শুনবে, যাতে রাজকীয় আইনের সংশোধনী বিল প্রণয়ন করে আগামী বছর পার্লামেন্টে তোলা যায়।

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক