Web bengali.cri.cn   
বাজার বাড়ছে চীনের এমএ৬০ যাত্রীবাহী বিমানের
  2012-10-16 19:18:59  cri
চীনের সি'আন আন্তর্জাতিক বিমান কর্পোরেশন এ পর্যন্ত বিদেশি ক্রেতাদের কাছে ৭৫টি নিজস্ব ব্র্যান্ডের মডার্ন আর্ক বিমান হস্তান্তর করেছে। কোম্পানি সূত্রে ২ অক্টোবর এ তথ্য জানা গেছে।

এছাড়া এ বিমান নির্মাতা প্রতিষ্ঠান ১৯৬টি বিমান সরবরাহের ফরমায়েশ পেয়েছে এবং এর চালু ২ শতাধিক রুট দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা, ল্যাটিন-আমেরিকা ও স্বাধীন রাষ্ট্রসমূহের কমনওয়েলথ সদস্যদেশসহ অঞ্চলে বিস্তৃত। এর মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়া হচ্ছে মডার্ন আর্ক ৬০ অর্থাত্ এমএ৬০ বিমানের গুরুত্বপূর্ণ বাজার।

এমএ৬০ হচ্ছে সি'আন আন্তর্জাতিক বিমান কপারেশন উত্পাদিত যাত্রীবাহী বিমান যা ইতোমধ্যে ১৩টি দেশে বিক্রি করা হয়েছে। এর মধ্যে লাওস, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স ও মিয়ানমারসহ কয়েকটি দেশে এমএ৬০ বিমান সুন্দরভাবে চলছে।

বহু বছরের প্রযুক্তিগত উন্নয়ন এমএ৬০-এর নিরাপত্তা উন্নত করেছে, দাম কমিয়েছে এবং আরামদায়ক বৈশিষ্ট্য বাড়িয়েছে, যা দেশি-বিদেশি ক্রেতার দৃষ্টি আকর্ষণ করেছে এবং ধাপে ধাপে বাজারে এ বিমানের জায়গা বাড়াচ্ছে।

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক