


উপাদান: রসুন, ডালের গুঁড়া,পানি
পদ্ধতি: চামড়া ছাড়ানো রসুন ২ মিনিট ধরে মাইক্রওয়েভের মধ্যে সেদ্ধ করুন। তারপর এগুলোর রস তৈরী করুন। পানি, রসুনের রস ও ডালের গুঁড়া একসাথে মেশান।
এ-মাস্ক শৃঙ্গাকার নির্মূল করার পাশাপাশি, ত্বকের ব্রণ ও পাংশুবর্ণ প্রতিরোধ করে।
প্রিয় বন্ধু, এ-মাস্ক তৈরির পদ্ধতি আবার বলে দিচ্ছি। দরকার হলে আপনি লিখে নিতে পারেন।
তিন: টমেটো মাস্ক
উপাদান: একটি টমেটো, ৫ মিলিলিটার মধু এবং ১০ গ্রাম ময়দা
পদ্ধতি: প্রথমে টমেটোর রস বানান। তারপর ৫ মিলিলিটার মধু ও ১০ গ্রাম ময়দার সাথে মিশিয়ে নিন। ত্বকে মাস্ক লাগান। ২৫ মিনিট পর বিশুদ্ধ পানি দিয়ে ত্বক পরিস্কার করুন।
দীর্ঘদীন ধরে এ-মাস্ক ব্যবহার করলে আপনার ত্বক আর্দ্র, ফর্সা ও নরম হবে।
প্রিয় বন্ধু, এ-মাস্ক তৈরির পদ্ধতি আবার বলে দিচ্ছি। দরকার হলে আপনি লিখে নিতে পারেন।
চার: হোয়াইট ভিনেগার ও ডিম মাস্ক
উপাদান: একটি ডিম এবং হোয়াইট ভিনেগার
পদ্ধতি: একটি ডিম হোয়াইট ভিনেগারের মধ্যে এক সপ্তাহ ধরে ভিজিয়ে রাখুন। এ-ডিম স্বচ্ছ ও বড় দেখানোর পর বের করুন। সুই দিয়ে ডিম ফুটো করুন। ডিমের সাদা অংশ বাটির মধ্যে রাখুন। প্রতি রাতে ত্বক পরিস্কারের পর সাদা অংশ ত্বকে লাগান। শুকানোর পর পরিস্কার করুন।
দীর্ঘকাল ধরে এ-মাস্ক ব্যবহার করলে আপনার ত্বক ফর্সা হবে।
এ-মাস্ক তৈরির পদ্ধতি আবার বলে দিচ্ছি। দরকার হলে আপনি লিখে নিতে পারেন।
পাঁচ: কাজুবাদাম ও ডিম মাস্ক
উপাদান: কাজুবাদম ও ডিমের সাদা অংশ
পদ্ধতি: ডিমের চামড়া খুলে নিয়ে গুড়া করুন। ডিমের সাদা অংশের সাথে তা মিশিয়ে নিন। প্রতি রাতে ত্বকে এ-মাস্ক মাখুন। কিছুক্ষণ পর পানি দিয়ে পরিস্কার করুন।
এ-মাস্ক Chloasma ও Senile plaques নির্মূল করতে পারে।
এ মাস্ক তৈরির পদ্ধতি আবার বলে দিচ্ছি। দরকার হলে আপনি লিখে নিতে পারেন।




