Web bengali.cri.cn   
পা হারানো কুসুম ও রাহুলের গল্প
  2012-10-09 10:07:19  cri

নাটকের নাম 'পা অথবা ট্রেনের গল্প'। কুসুম শিকদার, রাহুল আনন্দ ছাড়াও এ নাটকের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শামীম জামান। নাটক প্রসঙ্গে কুসুম জানিয়েছেন, 'গতানুগতিক নাটকের গল্পের মত নয়। শুনেই ভালো লাগল। তাই করলাম।'

নাটকের গল্পটিও কিছুটা ভিন্নধারার। ছোটবেলায় একটা দুর্ঘটনায় পা হারায় কুসুম। তারপর থেকে কারো পা দেখলেই কিছুই সহ্য করতে পারে না সে। একসময় রাহুলের সঙ্গে পরিচয় হয় তাঁর। গড়ে ওঠে বন্ধুত্ব। কুসুমের জীবনের সঙ্গে রাহুল জড়াতে চায় নিজেকে। কিন্তু রাজি হয় না কুসুম। এগিয়ে চলে নাটক। এক সময় কুসুমকে চ্যালেঞ্জ করে বসে রাহুল, বলে- 'তোমার জন্য সব করতে পারি আমি।' কুসুম বলে 'তাহলে পরীক্ষা দাও। ওই যে একটা ট্রেন আসছে এর মুখোমুখি দাঁড়াও'।

চলন্ত ট্রেনের মুখোমুখি দাঁড়ায় ছেলেটা। ঘটে কঠিন এক দুর্ঘটনা। বাম পা-টা কেটে ফেলতে হয় তার। এক সময় দুজনেই এক পা নিয়েই এগিয়ে যায়। আর এভাবেই এগিয়েছে 'পা অথবা ট্রেনের গল্প' নাটকটি।

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক