Web bengali.cri.cn   
'জুম অন পোভার্টি' চিত্রপ্রদর্শনী জাকার্তায়
  2012-10-09 10:02:18  cri
চীনের সিনহুয়া বার্তা সংস্থা এবং ইন্দোনেশিয়ার আনতারা বার্তা সংস্থার যৌথ উদ্যোগে 'জুম অন পোভার্টি' শীর্ষক চিত্রপ্রদর্শনী ২ অক্টোবর জাকার্তার পনদক ইনদাহ মলে শুরু হয়েছে।

তিন সপ্তাহব্যাপী এ প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আলোকচিত্রীদের তোলা ২ শতাধিক চিত্র। ছবিগুলো দারিদ্র্য, সংস্কৃতি ও ক্রীড়া এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রাজনৈতিক ঘটনা সম্পর্কিত।

আনতারা বার্তা সংস্থার প্রধান সম্পাদক ওই দিন বলেন, দারিদ্র্য হচ্ছে বর্তমানে পৃথিবীর সামনে একটা বিরাট চ্যালেঞ্জ। এটা শুধু অর্থনৈতিক সমস্যা নয়; বিশ্বের রাজনৈতিক স্থিতিশীলতা, মানবসভ্যতার অগ্রগতি এবং বিশ্বের সম্প্রীতিময় উন্নয়নের সঙ্গেও সম্পর্কিত এটা। এবারের চিত্রপ্রদর্শনী দারিদ্র্যের ওপর মানবজাতির মনোযোগ আকর্ষণ করার পাশাপাশি ইন্দোনেশিয়া-চীন সাংস্কৃতিক যোগাযোগ এবং তথ্যমাধ্যমের সহযোগিতা জোরদার করবে।

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক