


সালমান খুরশিদ

জ্যোতিরাদিত্য সিনদিয়া
ভারতের রাজধানী নয়াদিল্লীর বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত এক সম্মেলনে কাপাডিয়া প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং বিশিষ্টবর্গের সামনে খুরশিদকে ভারত সরকারের সবচেয়ে সুদর্শন মন্ত্রী বলে প্রশংসা করেন। এ মন্তব্যে তুমুল করতালি শুরু হয়, যদিও লজ্জা পান খুরশিদ। তবে বিচারপতি আলত্বামাস কবির, বিচারপতি কুমার এবং অ্যাটর্নি জেনারেল জি ই ভাহানভাতি আমোদিত হন এ মন্তব্যে।
জিতিন প্রসাদ
এরপর 'ইন্ডিয়ান টাইমস' পত্রিকা 'সবচেয়ে সুদর্শন মন্ত্রীর' তালিকা করেছে। এতে রয়েছেন ভারতের বাণিজ্য ও শিল্প উপমন্ত্রী জ্যোতিরাদিত্য সিনদিয়া, তেলমন্ত্রী জিতিন প্রসাদ, টেলিযোগাযোগমন্ত্রী সচিন পাইলট প্রমুখ।
সচিন পাইলট
কিন্তু ভারতের নেটিজেনদের ইতিবাচক সাড়া পায়নি এ তালিকা। বেশ কিছু নেটিজেন বলেছেন, রাজনীতিবিদদের চেহারা তাদের মনোযোগের বিষয় নয়, বরং তাদের মনোযোগ মন্ত্রীদের সামর্থ্য এবং সততার প্রতি। কোনো কোনো নেটিজেন বলেছেন, বাহ্যিকভাবে কোনো রাজনীতিক সুন্দর হলেও তার রাজনৈতিক আত্মা নোংরা হতে পারে।




