Web bengali.cri.cn   
ইসলাম-বিরোধী চলচ্চিত্র নিষিদ্ধ করেছে তুরস্ক
  2012-10-02 18:05:33  cri
ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মোহাম্মদকে অবমাননাকারী মার্কিন চলচ্চিত্রকে তুরস্কে নিষিদ্ধ করেছে দেশটির একটি আদালত। গত ২৬ সেপ্টেম্বরের রায়ে এ নিষেধাজ্ঞা আরোপ করে আদালত।

আদালত মনে করে, চলচ্চিত্রটি শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকি ডেকে এনেছে। এ চলচ্চিত্রটির কারণে বেশ কয়েকটি দেশে যুক্তরাষ্ট্র-বিরোধী বিক্ষোভের ঢেউ সৃষ্টি হয়েছে। তুরস্কের রাজধানী আঙ্কারা এবং বৃহত্তম শহর ইস্তাম্বুলেও যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স-বিরোধী মিছিল হয়েছে।

তুরস্কের তথ্যযোগাযোগ মন্ত্রণালয় ২৫ সেপ্টেম্বর এক আদেশে দেশটির ওয়েবসাইটে ওই চলচ্চিত্র বা চলচ্চিত্রের অংশ প্রচার বা প্রকাশ নিষিদ্ধ করেছে। কিন্তু ইউটিউব সে আদেশ না মানায় সরকার আইনগত ব্যবস্থা নিয়েছে।

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক