Web bengali.cri.cn   
বিদ্যালয়ে উচ্চগতির ইন্টারনেট নেটওয়ার্ক গড়ছে মালয়েশিয়া
  2012-10-02 18:01:20  cri
মালয়েশিয়ার শিক্ষা উপমন্ত্রী ড. উয়ি কা সিয়োং সম্প্রতি বলেছেন, দেশটির বিদ্যালয়ে উচ্চগতির ইন্টারনেট নেটওয়ার্ক গড়ে তোলার জন্য সরকার প্রায় ২০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার বরাদ্দ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সিনহুয়া বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।

ওয়ি কা সিয়োং বলেন, ২০১৪ সালের জুন মাসের আগে মালয়েশিয়ার ১০ হাজারেরও বেশি সরকারি বিদ্যালয়ে ইন্টারনেট নেটওয়ার্ক উন্নতকরণ কাজ সম্পন্ন হবে। এ পরিকল্পনার মধ্য দিয়ে সারা দেশের ছাত্রছাত্রীদের জন্য উচ্চ মানের ইন্টারনেট-ভিত্তিক শিক্ষা সেবা সরবরাহ করা হবে, যাতে দূরবর্তী এলাকা ও শহর এলাকার ছাত্রছাত্রীর মধ্যে জ্ঞান ব্যবধান কমানো যায়।

'জাপান-চীন সম্পর্কের ইতিহাস ১৯৭২-২০১২' গ্রন্থসিরিজ প্রকাশিত

জাপানের চীন-জাপান সম্পর্ক গবেষণা বিশেষজ্ঞ ও পণ্ডিতদের লেখা নিয়ে 'জাপান-চীন সম্পর্কের ইতিহাস ১৯৭২-২০১২' শীর্ষক সঙ্কলন গ্রন্থসিরিজ সম্প্রতি টোকিওতে প্রকাশিত হয়েছে।

সিরিজের রাজনীতি অংশের সম্পাদক টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাকাহারা আকিও প্রকাশনা বৈঠকে বলেছেন, এ গ্রন্থ সিরিজে জাপানের পক্ষ থেকে জাপান ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর ৪০ বছরে দু'দেশের সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে। তিনি আশা করেন, দু'দেশের মধ্যে পারস্পরিক উপলব্ধি ও সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে এ গ্রন্থ অনুকূল হবে।

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক