Web bengali.cri.cn   
আইফোন-৫ অ্যাপলের সবচে জনপ্রিয় মোবাইল
  2012-09-27 19:38:05  cri

গত ১২ সেপ্টেম্বর অ্যাপেল কোম্পানি আইফোন-৫ বাজারে ছেড়েছে। এর সাথে সাথে আইফোন-৫ জনপ্রিয়তা পেয়েছে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সম্প্রতি অ্যাপেল কোম্পানি ঘোষণা করেছে যে, গত ১৫ সেপ্টেম্বর বুকিং নেয়া শুরুর এক দিনের মধ্যে ২০ লাখ আইফোন-৫ বিক্রি হয়েছে, যা গত বছরের একই সময়ে আইফোন-৪এস'র বিক্রির তুলনায় দ্বিগুণ।

প্রথম দিন বিক্রির পরিমাণ ২০ লাখ ছাড়িয়েছে-- এ খবর ঘোষণার দিনই অ্যাপেলের শেয়ারমূল্য বেড়ে গেছে। জানা গেছে, ২০১২ সালের প্রথম দিক থেকে এপর্যন্ত অ্যাপেলের শেয়ারের মূল্য প্রায় ৭০ শতাংশ বেড়েছে। বর্তমানে এ কোম্পানির মোট মূল্য ৬৫০ বিলিয়ন মার্কিন ডলারে।

প্রিয় শ্রোতা, আজকের 'হাল-শৈলী' অনুষ্ঠান এ-পর্যন্ত। এ অনুষ্ঠান আপনাদের কেমন লাগল? যদি ভালো লেগে থাকে এবং এ অনুষ্ঠান নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে চিঠি বা ইমেইল পাঠাতে ভুলে যাবেন না। আমাদের ইমেইল ঠিকানা হলো wangdanhong@cri.com.cn এবং ben@cri.com.cn। দয়া করে দু'টো ঠিকানায় ইমেইল পাঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী বৃহস্পতিবার আবার কথা হবে। যাই চিয়ান। -রুবি/আলিম

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক