Web bengali.cri.cn   
সামাজিক যোগাযোগ ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে একটি ভালো চাকরি খুঁজে পাওয়া যায়
  2012-09-25 19:18:05  cri
টুইটার, ফেসবুক ও সামাজিক সেবা ওয়েবসাইট লিনকডইন বর্তমানে বিভিন্ন দেশের মানুষের মধ্যে খুব জনপ্রিয়। তবে ব্যক্তিগত অভ্যাসের কারণে এখনো অনেকে এমন ওয়েবসাইট ব্যবহার করেন নি। যুক্তরাষ্ট্রের পেশাদার নয়াকর্মী সংগ্রহ কোম্পানি 'জোবভাইট' প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, যারা সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ব্যবহার করেন না, তারা ভালো সুযোগ হারাতে পারেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে মার্কিন কোম্পানিগুলোর কর্মী সংগ্রহ করার হার বেড়েছে। নয়াকর্মী সংগ্রহকারী ওয়েবসাইটগুলোর মাধ্যমে উপযুক্ত কর্মী খুঁজে পাওয়ার হার ৯২ শতাংশ।

এক পরিসংখ্যান অনুযায়ী, এক হাজার নয়াকর্মী সংগ্রহকারীর মধ্যে ৭৩ শতাংশই সামাজিক যোগাযোগ মিডিয়ার মাধ্যমে নতুন কর্মী খুঁজছে। জোবভাইট কোম্পানির প্রধান মনে করেন, প্রতিদিন অসংখ্য চাকরিপ্রার্থীর জীবনবৃত্তান্ত দেখার চেয়ে এমন পদ্ধতি অনেক সহজ ও কার্যকর। তাই এখন আরো বেশি কোম্পানি ও শিল্প প্রতিষ্ঠান এমন পদ্ধতি বাছাই করছে।

তাহলে কোন ওয়েবসাইটটি কোম্পানিগুলোর চোখে সবচেয়ে পছন্দের? ওই জরিপ থেকে জানা গেছে, ৯৩ শতাংশ লোক 'লিনকডইন' পছন্দ করে। পছন্দের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ফেসবুক ও টুইটার। জরিপে দেখা যায়, ৬৬ শতাংশ মানুষ ফেসবুক পছন্দ করে এবং ৫৪ শতাংশ লোক টুইটার পছন্দ করে।

যদিও এখন সামাজিক যোগাযোগ ওয়েবসাইট মানুষের মধ্যে খুবই জনপ্রিয়, তবে তার অর্থ এই নয় যে, এর মাধ্যমে আপনি সহজেই একটি ভালো চাকরি খুঁজে পাবেন। ঠিকমত এমন মিডিয়া ব্যবহার করাও খুবই গুরুত্বপূর্ণ। যদি ওয়েবসাইটে আপনার তথ্য প্রয়োজনীয় মানের সঙ্গে না মেলে, তাহলে একটি ভালো চাকরি আপনার হাতে ধরা দেবে না। জরিপ থেকে আরো জানা গেছে, ৮০ শতাংশ নয়াকর্মী সংগ্রহ কর্মকর্তা পেশাদার সংস্থার সদস্যদের গ্রহণ করতে পছন্দ করেন। প্রায় ৬৬ শতাংশ সংগ্রহ কর্মকর্তা স্বেচ্ছাসেবকের আবেদন দেখে খুশি হন। কী কী আচরণ সংগ্রহ কর্মকর্তাদের পছন্দ হবে না? অবৈধ কর্মকাণ্ড, মাদক ও গালিগালাজ তাদের চোখে গ্রহণযোগ্য নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবনবৃত্তান্তে প্রার্থীর সুরাসক্তের কথা থাকলে বা তাতে বানানের ভুল থাকলে সংগ্রহ কর্মকর্তারা খুব হতাশ হবেন। তবে তারা রাজনীতি ও ধর্মের বিষয়ে বিশালহৃদয় হবেন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, যাই হোক, মানুষ যদি সামাজিক যোগাযোগ ওয়েবসাইটের সুবিধা কাজে না লাগায়, তা হবে খুব পরিতাপের বিষয়। বিশেষজ্ঞের মতামত হলো, এমন ওয়েবসাইটের সাথে পরিচিত না হওয়ার কারণে সেগুলোর ব্যবহার থেকে দূরে থাকা উচিত্ নয়। বরং সবার উচিত কীভাবে এসব ওয়েবসাইট ব্যবহার করা এবং কাজে লাগানো যায়, তার পদ্ধতি শিখে নেওয়া। এটা নিজের জন্য খুব উপকারি হবে।

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক