Web bengali.cri.cn   
আমাজনের নতুন ট্যাবলেট পিসি
  2012-09-13 19:26:59  cri

আমাজন সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে এক প্রেস ব্রিফিংয়ে নতুন ই-বুক পাঠক যন্ত্র Kindle Paperwhite এবং ৭ ও ৮.৯ ইঞ্চি স্ক্রীনের ট্যাবলেট পিসি বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। এর আগে আমাজন অ্যাড্রয়েড সিস্টেম ভিত্তিক স্মার্ট মোবাইল নিয়ে আসবে বলে যে কথা শোনা যাচ্ছিল, তা নিয়ে অবশ্য আমাজন কোনো কথা বলেনি।

নতুন ই-বুক পাঠক যন্ত্র Kindle Paperwhite আগামী ১ অক্টোবর বাজারে আসবে। প্রেস ব্রিফিংয়ের পর অর্ডার গ্রহণ শুরু হয়েছে। এ যন্ত্রের আলোকসহ স্ক্রীন রয়েছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা দিন ও রাত—উভয় সময়ই পাঠ করতে পারবেন। ব্যবহারকারী বাইরের আলোর সাথে সমন্বয় করে স্ক্রীনের আলো বাড়াতে বা কমাতে পারবেন।

আমাজন বলেছে, যন্ত্রটি তৈরী করতে চার বছর লেগেছে। এটি জ্বালানি সাশ্রয়ীও বটে। আমাজনের সিইও জেফ সেজোস বলেন, "Kindle Paperwhite-র ব্যাটারি একবার চার্জ দিলে ৮ সপ্তাহ ধরে চলবে। এ-ক্ষমতা নুকের তুলনায় দ্বিগুণ।"

প্রিয় শ্রোতা, আজকের 'হাল-শৈলী' অনুষ্ঠান এ পর্যন্ত। এ অনুষ্ঠান আপনাদের কেমন লাগল। যদি ভালো লেগে থাকে এবং এ অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে চিঠি বা ইমেইল পাঠাতে ভুলে যাবেন না। আমাদের ইমেইল ঠিকানা হলো wangdanhong@cri.com.cn এবং ben@cri.com.cn। দয়া করে দু'টো ঠিকানায় ইমেইল পাঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী বৃহস্পতিবার আবার কথা হবে। চাই চিয়ান। -রুবি/আলিম

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক