Web bengali.cri.cn   
বিশ্বাস, স্বাধীনতা ও বন্ধুত্বের চলচ্চিত্রের 'দ্য শউশাঙ্ক রিডেম্পশন'
  2015-04-02 08:46:48  cri


'দ্য শউশাঙ্ক রিডেম্পশন চলচ্চিত্রটি' লেখক স্টিফেন এডউইন কিংয়ের একটি বই অবলম্বনে নির্মাণ করা হয়। জেলখানাকে প্রেক্ষাপট হিসেবে নিয়ে 'বিশ্বাস, স্বাধীনতা, আশা, সাহস ও বন্ধুত্ব' সম্পর্কিত একটি গল্প তুলে ধরা হয় এ চলচ্চিত্রে।

চলচ্চিত্রের গল্পটি ১৯৪৭ সালের। অ্যান্ডি নামের এক ব্যাংকার তাঁর স্ত্রী ও স্ত্রীর প্রেমিকাকে গুলি করে হত্যা করেছেন বলে অভিযুক্ত করা হয়। তাঁকে আজীবন কারাদণ্ড প্রদান করা হয়। যার মানে অ্যান্ডিকে তাঁর বাকী জীবন শউশাঙ্ক নামের একটি কারাগারে কাটাতে হবে ।

এ চলচ্চিত্রের রেড নামের আরেকজন প্রধান চরিত্রকে ১৯২৭ সালের এক হত্যাকাণ্ডের অভিযোগে আজীবন কারাদণ্ড দেওয়া হয়। বেশ কয়েক বার প্যারোলে মুক্তি পাওয়ার চেষ্টা করেও তিনি ব্যর্থ হন। শউশাঙ্ক জেলখানার এক প্রভাবশালী কয়েদি হলেন এই রেড। টাকার বিনিময়ে তিনি জেলখানায় যেকোনো কাজ করতে পারেন। যেমন সিগারেট, মদ, গাজা থেকে শুরু করে আরো অনেক কিছুই।

প্রতিবার যখন নতুন কয়েদিরা এই জেলখানায় আসেন তখন রেডসহ পুরনো কয়দিরা বাজি ধরেন যে, কে জেলখানায় তাঁদের প্রথম রাতে কাঁদতে পারে। রেডের চোখে অ্যান্ডি অনেক দুর্বল। তাই তিনি মনে করেন, অ্যান্ডি হয়তো প্রথমে কাঁদবেন। তবে জেলখানায় প্রথম রাতে অ্যান্ডি খুব চুপ করে থাকেন। ফলে বাজিতে রেড দু'প্যাকেট সিগারেট হারিয়ে ফেলেন। আর তখন থেকে নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে অ্যান্ডির সঙ্গে মিশতে শুরু করেন রেড।

দীর্ঘ সময় অ্যান্ডি অন্য মানুষের সঙ্গে যোগাযোগ করেন না। সবাই যখন জেলখানার জীবন নিয়ে অভিযোগ করেন তখন তিনি সুন্দর বাগানের মতো জেলখানার অঙ্গনে ঘুরে বেড়ান।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040