Web bengali.cri.cn   
নীরবে নিভৃতে অন্যের জীবনে সুখ বয়ে আনা সম্পর্কিত চলচ্চিত্র 'এমেলি'
  2015-04-01 16:30:12  cri

সমবয়সী বন্ধু-বান্ধবীদের সঙ্গে একসাথে খেলার আনন্দ থেকে বঞ্চিত হয় ছোট এমেলি। এভাবে দিন দিন একাকী বড় হয়ে উঠে সে। তারপর প্যারিসের একটি কফি হাউসে পরিবেশক হিসেবে কাজ করা শুরু করে।

১৯৯৭ সালের গ্রীষ্মকালে ব্রিটেনের রাজপরিবারের পুত্রবধূ প্রিন্সেস ডায়না একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান। এমেলি তখন হঠাত্ উপলব্ধি করেন যে, জীবন খুবই সংক্ষিপ্ত ও অনিশ্চিত। তাই তিনি আশেপাশের লোকদের জীবনে আনন্দ বয়ে আনার সিদ্ধান্ত নেন।

এক আকস্মিক মুহূর্তে এমেলি ওয়াশরুমের দেয়ালের নীচে একটি ছোট বক্স আবিষ্কার করেন। বক্সের ভেতরে তিনি শিশুদের ছোটবেলার প্রিয় খেলনা দেখতে পান। দেখা যায়, অনেক বছর আগে এক ছেলে এখানে নিজের প্রিয় বক্সটি লুকিয়ে রেখেছিলেন।

এমেলি এই বক্সের মালিককে খুঁজে বের করা এবং তাঁকে এই বক্স ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন। অবশেষে অনেক চেষ্টার পর এমেলি বক্সের মালিককে খুঁজে বের করেন। শৈশবের সেই মূল্যবান বক্স দেখে বৃদ্ধ মালিক আবেগে কান্না শুরু করেন।

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040