Web bengali.cri.cn   
বিগ ফিস
  2015-01-08 08:58:31  cri



'বিগ ফিস' চলচ্চিত্রের বাবা একজন জনপ্রিয় লোক। তিনি একজন আশাবাদী মানুষ । আর এই আশাবাদী দৃষ্টিভঙ্গি নিয়েই তাঁর জীবনের সকল আচার আচরণ।

ছেলের ছোটবেলায় তিনি সবসময়ই ছেলেকে অনেক মজার ও রহস্যময় গল্প শোনাতেন। বাবা নিজের তরুণ সময়ের অভিজ্ঞতা অর্থাত রোমান্টিকতা, বিপজ্জনক ও রহস্যময় ঘটনাগুলো ছেলেকে বলতেন। বাবার গল্পে ছোট ছেলেটি গভীরভাবে মগ্ন থাকতো। প্রতি রাতে ছোট ছেলে বাবার আকর্ষণীয় গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তো। এত সুন্দর গল্প বলতে পারা একজন বাবা পেয়ে ছেলেটি অনেক গর্ববোধ করতো।

তবে সবার মতো চলচ্চিত্রের ছেলেটিও একদিন বড় হয়ে উঠে। বড় হওয়ার পর ছেলেটি বাবার কথা বলা আর পছন্দ করে না এবং বিশ্বাসও করে না। সে বাবার কথা শুনে বিরক্ত হয় ও তাঁকে ঘৃণা করা শুরু করে। সে মনে করে, বাবা একজন চালবাজ এবং নিজের ঢোল পেটাতে পছন্দ করেন। অবশেষে ছেলেটি বাসায় আর ফিরে আসে না। সে এক ফরাসি মেয়ের প্রেমে পড়ে এবং তাঁকে বিয়ে করে। ছেলের বিয়ের অনুষ্ঠানে বাবা অতিথিদেরকে হাস্যকর কৌতুক বলেন। বাবার এই আচরণ ছেলের মধ্যে বিদ্বেষ তৈরি করে। এরপর বাবা ও ছেলের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং পাঁচ বছর কেউ কারো সাথে কথা বলেন না।

বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়লে ছেলে বাসায় ফিরে আসেন। একদিন বাবার অফিস পরিষ্কার করার সময় ছেলেটি একজন নারীর চিঠি পান। তারপর ছেলে বাস্তবতা খুঁজে বের করার যাত্রা শুরু করেন।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040