Web bengali.cri.cn   
লাভ এ্যাকচুয়ালি
  2014-12-25 09:14:14  cri

অবশেষে অনেক কষ্টে তিনি সতছেলের সঙ্গে যোগাযোগ করেন এবং তার মনের কথা জেনে ফেলেন। ছেলেটি স্কুলে এক মেয়ের প্রেমে পড়েন। বিপিতার অনুপ্রেরণায় ক্রিসমাস ইভে স্কুলের সান্ধ্য পার্টিতে সেই মেয়ের সঙ্গে অংশ নেয়ার জন্য ছেলেটি ড্রাম বাজানো চর্চা করা শুরু করেন। একদিন বিমানবন্দরে ছেলেটি মেয়েটির কাছ থেকে বিদায় নেন।

পঞ্চম গল্পে দেখা যায়, এক ছেলে এবং এক মেয়ের মা বিবাহ সংকটের সম্মুখীন। স্বামী সুন্দরী সহকর্মীর প্রলোভনে ধাপে ধাপে বিপদের দিকে চলে যান। ক্রিসমাস ইভে স্বামী কণ্ঠহার সেই সহকর্মীকে উপহার দেন এবং নিজের স্ত্রীকে একটি সিডি দেন। এতে ভীষণ হতাশায় নিজের শয়নকক্ষে কাঁদতে থাকেন স্ত্রী। অবশেষে স্বামী জেগে ওঠেন। এক পর্যায়ে পরিবারের সবার মধ্যে আবার আগের মতো সুসম্পর্ক গড়ে উঠে।

ষষ্ঠ গল্প এক প্রধানমন্ত্রী ও নারী পরিবেশকের সঙ্গে সম্পর্কিত। প্রধানমন্ত্রী ভবনে কাজ করা এক নারী পরিবেশককে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেন প্রধানমন্ত্রী। তবে পদমর্যাদার কারণে তিনি মনের কথা প্রকাশ করতে ভয় পান।

আসলে ভালোবাসা এমন একটি বিষয় যা নানা ধরনের বাধা-বিপত্তিকে অতিক্রম করতে সক্ষম। ক্রিসমাস ইভে প্রধানমন্ত্রী নিজেই সেই পরিবেশককে খুঁজে বের করার চেষ্টা চালান। অবশেষে এক সুখী পরিসমাপ্তির মধ্য দিয়ে এই গল্পের অবসান হয়।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040