Web bengali.cri.cn   
লাভ এ্যাকচুয়ালি
  2014-12-25 09:14:14  cri


মিলনের আনন্দে মুখোরিত লন্ডনের হিথ্রু বিমানবন্দর। প্রিয়জনদের কাছে পাওয়ার আনন্দ আর ভালোবাসায় ভরপুর হয়ে উঠে এই মুহূর্তটি। পরস্পরকে আলিঙ্গন, মুখে শান্তির হাসি আর সেই সঙ্গে চুম্বন এটাই হলো এ চলচ্চিত্রের প্রথম দৃশ্য।

'যখন এই বিশ্ব নিয়ে হতাশা বোধ করি, তখন আমি হিথ্রু বিমানবন্দরে প্রবেশের দৃশ্যের কথা স্মৃতিচারণ করি। অনেকে বলেন, আমরা একটি ঘৃণার ও লোলুপ বিশ্বে বাস করছি। তবে আমি তা মনে করি না। আমার চোখে ভালোবাসা আমাদের পাশেই।' এটি হলো এ চলচ্চিত্রের প্রথম স্বগোতক্তি।

চলচ্চিত্রটিতে ক্রিসমাসের আগের পাঁচ সপ্তাহ থেকে শুরু করে মোট কয়েকটি গল্প বর্ণনা করা হয়। ভালোবাসা ছাড়াও, গভীর মমতার বন্ধনও এ চলচ্চিত্রে ফুটে ওঠে।

প্রথম গল্পটি একজন রক গায়ক এবং তাঁর দালালের সঙ্গে সম্পর্কিত।

এক রক গায়ক ভক্তদের সমাদর ও জনপ্রিয়তা লাভের আশায় নিজের সঙ্গীত অ্যালবাম 'ক্রিসমাস ইভ' লিডারবোর্ডের প্রথম স্থানে অধিকার করার জন্য প্রচেষ্টা চালান।

সফল বা ব্যর্থ যাই হোক না কেন, তাঁর দালাল সবসময়ই তাঁর পাশে থাকেন এবং তাঁকে সমর্থন করেন। ক্রিসমাস ইভে তাঁর স্বপ্ন বাস্তবায়িত হয়। তবে সবার সঙ্গে একত্রে পার্টিতে অংশগ্রহণের আমন্ত্রণের বিরোধিতা করেন তিনি। ক্রিসমাস ইভে তিনি শুধুমাত্র তাঁর দালালের সঙ্গে বন্ধুত্ব ভাগাভাগি করতে চান।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040