Web bengali.cri.cn   
চীনের চলচ্চিত্রের আন্তর্জাতিকীকরণের পথ অন্বেষণ
  2014-10-16 14:43:32  cri

'সিটি অব লাইফ অ্যান্ড ডেথ' চলচ্চিত্রে ইতিহাস সম্পর্কিত বাস্তবতা বর্ণনা করা হয়েছে। ইউরোপ ও আমেরিকার যেসব দেশের দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা রয়েছে সেসব দেশের জন্য ইতিহাসের বাস্তবতা হলো একইরকম গুরুত্বপূর্ণ বিষয়।'

'গোল্ডসাম পিকচারস'র পরিচালক কাও চুন মনে করেন, হলিউডে থ্রিলার, বিজ্ঞান, কথাসাহিত্য ও যুদ্ধসহ বিভিন্ন ধরনের চলচ্চিত্রের উন্নয়ন ভারসাম্যপূর্ণ। সেখানে চলচ্চিত্রের শিল্পায়ন অনেক পরিপক্ক। তবে চীনের চলচ্চিত্র শিল্পে চলচ্চিত্রের বিষয়বস্তু সমৃদ্ধশীল নয়। তিনি বলেন, 'চীনের চলচ্চিত্রকে বাইরে প্রবেশ করতে হলে কেবল চীনাদের জন্য বিনোদন বয়ে আনলে চলবে না। চীনের চলচ্চিত্র নির্মাতাদের ধারণা পরিবর্তন করতে হবে।'

বিশ্বের বিখ্যাত একাউন্টিং ফার্ম 'আর্নস্ট এ্যান্ড ইয়াং গ্লোবাল লিমিটেড'র পরিসংখ্যান থেকে অনুমান করা হয়েছে যে, ২০২০ সালে চীনের মূলভূভাগে চলচ্চিত্র বাজারের বার্ষিক বক্স-অফিসের মোট পরিমাণ উত্তর আমেরিকাকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম বক্স অফিসের বাজারে পরিণত হবে।

তার মানে দশ বছর পর চীনের চলচ্চিত্রের বাজার ধীরে ধীরে পরিপক্ক হওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই চীন থেকে বিশ্বের বাজারেও প্রবেশ করবে। সেই সঙ্গে চীনের চলচ্চিত্র শিল্পপ্রতিষ্ঠান দেশীয় কোম্পানি থেকে আন্তর্জাতিক কোম্পানিতেও পরিণত হবে। তবে উল্লেখিত লক্ষ্য বাস্তবায়ন করতে চাইলে প্রথমেই দেশীয় চলচ্চিত্রের প্রকার শক্তিশালী এবং সমৃদ্ধ করে তুলতে হবে। মনোযোগ দিয়ে চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও বাস্তব জীবন সম্পর্কিত এক একটি গল্প তুলে ধরতে হবে এবং চীনের বৈশিষ্ট্যসম্পন্ন উচ্চমানের চলচ্চিত্র নির্মাণ করতে হবে। চীনের চলচ্চিত্র পরিচালক লু ছুয়েন বলেন, 'আমি মনে করি, বর্তমানে আমাদের জরুরি কাজ হলো দেশীয় চলচ্চিত্রের গুণগত মানকে আরো উন্নত করা'।


1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040