Web bengali.cri.cn   
গুড মর্নিং ভিয়েতনাম
  2014-09-11 09:13:44  cri

কিন্তু রবিন উইলিয়ামস অভিনীত এই চলচ্চিত্রটি সম্পূর্ণ ব্যতিক্রম।এ চলচ্চিত্রে আমরা চলচ্চিত্র পরিচালকের সমান দৃষ্টি এবং ভিয়েতনাম ও সেদেশের জনগণের প্রতি সম্মান প্রদর্শন উপলব্ধি করতে পারি।

বন্ধুরা, আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারি যে, কেন বেতারের দু'জন দায়িত্বশীল কর্মকর্তা ক্রোনাউয়েরকে পছন্দ করেন না? আর কেনই বা তাঁরা ক্রোনাউয়ের ওপর হুমকি সৃষ্টি করতে চান? কারণ তাঁরা মনে করেন, ক্রোনাউয়ের তাঁদের প্রভাবশালী মর্যাদাকে চ্যালেঞ্জ করেছেন। ক্রোনাউয়ের তাঁর অনুষ্ঠানের মাধ্যমে সকল মার্কিন সৈন্যদের প্রতি যুদ্ধবিরোধী, স্বৈরাচারবিরোধী মনোভাব পোষণের পথ দেখিয়েছেন। আর এ কাজের মধ্য দিয়ে এখানে ন্যায়, স্বাধীন ও সমতার প্রতিনিধিত্ব করেছেন ক্রোনাউয়ের।

তবে একথা সত্যি যে, ক্রোনাউয়ের একার পক্ষে একটি দেশের সামরিক ব্যবস্থার সঙ্গে লড়াই করা সম্ভব নয়। বেতারের একজন ছোট উপস্থাপক হিসেবে বিশ্বকে পরিবর্তন করা তাঁর পক্ষে আর কতটুকুই বা সম্ভব। অবশেষে যুক্তরাষ্ট্রে ফিরে যান ক্রোনাউয়ের। আর এর পরিণাম সবারই জানা।

তবে আমরা বিশ্বাস করি, প্রত্যেক মানুষের মনে সেই 'গুড মর্নিং' কথাটা মাঝেমাঝে জেগে ওঠে, কারণ এই কথার মাধ্যমেই ক্রোনাউয়ের প্রতিটি মানুষের সুন্দর দিন শুরুর প্রত্যাশা ব্যক্ত করেছেন।


1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040