Web bengali.cri.cn   
গুড মর্নিং ভিয়েতনাম
  2014-09-11 09:13:44  cri



'গুড মর্নিং ভিয়েতনাম' চলচ্চিত্রের পরিচালক ব্যারি লেভিন্সন অসাধারণ দৃষ্টিভঙ্গি থেকে ভিয়েতনাম যুদ্ধের ইতিহাস তুলে ধরেছেন। চলচ্চিত্রে ভিয়েতনামে মার্কিন সেনাবাহিনীর একজন রেডিও উপস্থাপকের গল্প বর্ণনা করা হয়। উল্লেখ্য, এই চলচ্চিত্রের স্ক্রিপ্ট ভিয়েতনামের একজন রেডিও উপস্থাপকের বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে লেখা হয়।

১৯৬৫ সালে সাইগনে মার্কিন সেনাবাহিনীর নিস্তেজ বেতার নতুন উপস্থাপক ক্রোনাউয়েরর যোগ দেওয়ায় হঠাত্ করে প্রাণবন্ত ও সতেজ হয়ে ওঠে। প্রতিদিন ক্রোনাউয়ের নিজস্ব হাস্যরসের ভঙ্গিমায় সকালের অনুষ্ঠান পরিবেশন করেন। তাঁর উপস্থাপিত অনুষ্ঠানমালা সৈন্যদের মধ্যে ব্যাপক সমাদৃত হতে শুরু করে।

তবে বেতারের দু'জন দায়িত্বশীল কর্মকর্তা তাঁকে নিয়ে অসন্তুষ্ট। কেননা ক্রোনাউয়েরের পরিবেশিত অনুষ্ঠানের বিষয় তাঁদের চিন্তাভাবনার সঙ্গে অসঙ্গতিপূর্ণ ও সামঞ্জস্যহীন।

তাই অনুষ্ঠান তৈরি করার প্রক্রিয়ায় উপস্থাপক ক্রোনাউয়ের বারবার সেই দু'জন কর্মকর্তার নিষেধাজ্ঞার শিকার হন। কোনো এক অবসরে রাস্তায় একজন সুন্দরীর সঙ্গে পরিচিত হন ক্রোনাউয়ের। সুন্দরীর সঙ্গে ডেইট-এপয়েন্টমেন্ট করার জন্য তিনি এ মেয়ে এবং তাঁর সহপাঠীদের ইংরেজি শিক্ষক হিসেবে কাজ করেন।

এদিকে নিজের বড় বোনের সঙ্গে ক্রোনাউয়ের প্রেমে জড়িয়ে পড়ুক তা চান না সুন্দরীর ছোট ভাই। তবে পরে যোগাযোগের মাধ্যমে তাঁরা দু'জন বন্ধুতে পরিণত হন।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040