Web bengali.cri.cn   
ফরেস্ট গাম্প
  2014-09-04 08:39:02  cri

একপর্যায়ে গাম্প টেবিল-টেনিস খেলা পছন্দ করতে শুরু করেন এবং এক্ষেত্রেও তিনি তাঁর দক্ষতা প্রমাণ করেন । তিনি টেবিল-টেনিস খেলার একজন বিশেষ দূত হিসেবে প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য চীন সফর করেন। চীন ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক স্থাপনে অনেক অবদান রাখেন তিনি।

মৃত বন্ধু বুব্বাকে দেয়া প্রতিশ্রুতি পালনের জন্য গাম্প চিংড়ি মাছ ধরা শুরু করেন এবং এভাবে তিনি বিশাল ধনী ব্যক্তিতে পরিণত হন। তাঁর অনুপ্রেরণায় ডানও তাঁর সঙ্গে চিংড়ি মাছ ধরতে শুরু করেন।

ডান আন্তরিকভাবে গাম্পকে বলেন, দীর্ঘকাল ধরে আমি তোমাকে ধন্যবাদ বলি নি। আসলে আমি সবসময়ই তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।

দেখা যায়, গাম্পের কারণেই ডান স্মিত হেসে নিজের শারীরিক অক্ষমতাকে মোকাবিলা করেন। একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করার পাশাপাশি অন্যদের ওপরও ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেন গাম্প। গাম্প তাঁর অসুস্থ মায়ের সেবাযত্ন করার জন্য চিংড়ি মাছের ব্যবসা ছেড়ে একজন মালী হন।

গাম্প ছোটবেলার সঙ্গী জেনিকে খুব মিস করেন। কিন্তু জেনি এখন বিপথে চলে গেছে বলে তিনি হতাশায় পড়ে যান। একদিন জেনি গাম্পের কাছে ফিরে আসেন। তবে কিছু দিন পর জেনি আবার গাম্পকে না জানিয়ে তাকে ছেড়ে দূরে চলে যান।

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040