Web bengali.cri.cn   
ফরেস্ট গাম্প
  2014-09-04 08:39:02  cri



'ফরেস্ট গাম্প' চলচ্চিত্রের প্রধান চরিত্রের নাম হলো ফরেস্ট গাম্প। বুদ্ধিপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও অন্যদের চেয়ে তিনি খুব দ্রুত দৌড়াতে পারেন। একদিন স্কুল বাসে প্রথমবারের মতো জেনি নামের একটি মেয়ের সঙ্গে দেখা হয় গাম্পের। জেনি আন্তরিকভাবে তাঁকে সাহায্য করেন। আর তারপর থেকেই গাম্পের মনে দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে যায় জেনি নামটি।

মাধ্যমিক স্কুলে পড়ার সময় সহপাঠীদের তাড়া এড়ানোর জন্য স্কুলের রাগবি মাঠে দৌড়ান গাম্প। তাঁর চমত্কার গতির কারণে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন। বিশ্ববিদ্যালয়ে তিনি একজন রাগবি তারকায় পরিণত হন এবং তখনকার মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি তাঁর সঙ্গে সাক্ষাত করেন।

বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর নতুন সৈন্যদের অনুপ্রেরণায় তিনি ভিয়েতনাম যুদ্ধে অংশগ্রহণ করেন। সৈন্য বাহিনীতে তিনি বুব্বা ও ডান নামের দু'জন সৈন্যের সঙ্গে মিলিত হন এবং তাঁরা তিন জন সেরা বন্ধুতে পরিণত হন।

একদিন যুদ্ধের সময় গাম্পের বাহিনী বিপক্ষ দলের আক্রমণের শিকার হন। এসময় মার্কিন সেনাপতি তাদেরকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দেন। এই নির্দেশনা শোনার সঙ্গে সঙ্গে জেনি এবং মায়ের কথা জেগে ওঠে গাম্পের মনে। মা এবং জেনি তাঁকে বলেন, কখনো বিপদের সম্মুখীন হলে তুমি সামনে দৌড়াবে। গাম্প তখন দৌড়াতে দৌড়াতে একটি নদীর কাছে চলে আসেন। হঠাত তাঁর মনে পড়ে, তাঁর সেরা বন্ধু বুব্বা ও ডান এখনও বিপদর মধ্যে আছেন। তাই তিনি তাদেরকে উদ্ধারের জন্য আবার সেই যুদ্ধক্ষেত্রে ফিরে যান। কিন্তু বুব্বা গুলি খেয়ে গুরুতরভাবে আহত হয়ে মারা যান। ডান বেঁচে থাকেন কিন্তু তিনি তাঁর দুটি পা হারান।

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040