Web bengali.cri.cn   
বিওয়াকোফিয়ান
  2014-08-14 11:06:58  cri

মাইয়েরার বাবা মোহিতকে জানিয়ে দেন, তারা দুবাইতে চলে যাবেন। এ খবর পেয়ে মোহিত আর বসে থাকতে পারেন না। তিনি মাইয়েরার বাড়িতে এসে মনের কথা সব তার কাছে প্রকাশ করেন। তারা ফিরে পান একে অপরকে। নতুন করে আবার শুরু হয় তাদের জীবন। তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন। এবার মাইয়েরার বাবা তাদের বিয়ের সিদ্ধান্তের ব্যাপারে আর বিরোধিতা করেন না।

চলচ্চিত্রের শেষে মোহিত এবং মাইয়েরা কফি হাউসে বসে গল্প করতে থাকেন। মোহিত বলেন, 'আমরা দু'জন একসাথে একটি কফি হাউস খুলবো। সাম্প্রতিক এসব ঘটনার অভিজ্ঞতা থেকে আমি একটি ব্যাপার বুঝতে পেরেছি, তা হলো একজন মানুষ, ধনী বা গরিব, তার কাছে টাকা কম থাকুক বা বেশি থাকুক, তিনি কফি খেতে পারেন।'

একথা শুনে উদ্বুদ্ধ হন মাইয়েরা এবং তিনি 'এক কাপ কফি' এই শিরোনামে তাদের কফি হাউসের নামকরণ করেন।

এদিকে মাইয়েরার বাবাও অবসরগ্রহণের পর নতুন একটি চাকরি পান। তার জীবনেও শুরু হয় নতুন করে পথচলা।

বলা যায়, সমস্ত দু:খ, যন্ত্রণার অবসান ঘটিয়ে নতুন সূর্যের সন্ধানে জীবনের নতুন অধ্যায় আবার শুরু হয় এই চলচ্চিত্রের পরিসমাপ্তিতে।


1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040