Web bengali.cri.cn   
বিওয়াকোফিয়ান
  2014-08-14 11:06:58  cri



ভারতের আধুনিক সমাজ ব্যবস্থায় প্রেমের নানা দিক ফুটে উঠেছে এই চলচ্চিত্রে। চলচ্চিত্রের শুরুতে প্রধান চরিত্র মোহিত একজন শিক্ষকের কাছে গাড়ি চালাতে শেখেন। কারণ খুব দ্রুতই তার পদোন্নতি হবে আর এ জন্য তিনি একটি গাড়ি কিনতে চান। তিনি একটি এয়ারলাইন্স কোম্পানিতে চাকরি করেন।

মাইয়েরা ভালো একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। মোহিত এবং মাইয়েরা একে অপরকে গভীরভাবে ভালোবাসেন। একটি সুন্দর জীবন ও সুন্দর ভবিষ্যতের আশায় তাঁরা অনেক পরিশ্রম করেন। তাঁরা বিশ্বাস করেন, মানবজাতি ভালোবাসা ছাড়া জীবন কাটাতে পারেন না, ভালোবাসা যেন সবুজ, সতেজ, টাটকা, প্রাণবন্ত হাওয়ার মতো।

তবে সুন্দর ভালোবাসা সবসময়ই নিজের মতো এতোটা সুষ্ঠু হয়না। মাইয়েরার বাবা তাঁদের ভালোবাসায় বড় বাঁধা হয়ে দাঁড়ান।

অবসর গ্রহণের আগে মাইয়েরার বাবা সরকারি অফিসে চাকরি করতেন। একরোখা এই বৃদ্ধ মনে করেন, কেবল বড়লোকই মাইয়েরার জন্য সুখ বয়ে আনতে পারেন। মোহিতের মতো এক মধ্যশ্রেণীর কোম্পানির পরিচালকের নিজের মেয়েকে বিয়ে করার যোগ্যতা নেই। মাইয়েরার ছোটবেলায় তাঁর মা মারা যান। তাঁর বাবা একা একা মাইয়েরাকে লালন পালন করেন। তাই তিনি খুব মনোযোগ দিয়ে মেয়ের যত্ন নেন। বাবা ও মেয়ের মধ্যে ভালবাসা বেশ গভীর। পরস্পরের প্রতি তাদের গভীর আস্থা ও শ্রদ্ধা আছে।

নিজের বাবার মন যেন ভেঙ্গে না যায় সেজন্য মাইয়েরা আশা করেন, বাবা ও ছেলেবন্ধু মোহিতের মধ্যে যতবেশি যোগাযোগ হবে, তাঁদের দুজনের জানাশুনাও ততবেশি হবে। ফলে বাবা অবশ্যই মোহিতকে পছন্দ করবেন। কারণ তাঁর ধারণায়, মোহিত সত্যিই একজন শ্রেষ্ঠ ছেলে।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040