Web bengali.cri.cn   
Mr.bean's holiday
  2013-10-17 10:27:07  cri

এবারে তাদের তিনজনেরই গন্তব্য হলো কান শহর এবং যাত্রা পথে তারা ভিডিও ক্যামেরার মাধ্যমে তিন'জনের অনেক মজার মাজার আর প্রানবন্ত দৃশ্য শুটিং করে।

এভাবে নানা কষ্টকর, দুর্ভাগ্যজনক, মজার সব অভিজ্ঞতা পেরিয়ে অবশেষে তাঁরা তিন'জন কান চলচ্চিত্র উত্সবে উপস্থিত হয় এবং যথারীতি বাবার সঙ্গে ছেলের পুনর্মিলন হয়। এদিকে তখন গালাসে হলিউডের সেই অভিনেত্রীর অভিনীত চলচ্চিত্রটি প্রদর্শিত হচ্ছিলো। গোটা ছবিটিই ছিল অনেক বিরক্তিকর। কেননা ছবিটি দেখতে দেখতে অভিনেত্রী আবিষ্কার করলেন যে, নিজের অভিনীত দৃশ্যের প্রায় সবটাই কেটে ফেলা হয়েছে। এ অবস্থায় অভিনেত্রীকে সমবেদনা জানাতে মি: বিন সাহেব গালাসের প্রজেক্টরের সঙ্গে নিজের ভিডিও ক্যামেরা সংযোগ করে দেন। আর মুহুর্তেই যেন সব কিছু পাল্টে গেলো। গালাসে উপস্থিত সবাই যেন নড়ে চড়ে বসলেন, সবার চোখে আনন্দের ঝিলিক। এই ভিডিও ফুটেজ প্রদর্শনের পরপরই সেই অভিনেত্রী বিখ্যাত হয়ে উঠলেন। এতসব ঘটনা, দুর্ঘটনার পর অবশেষে মি: বিন নিজের মনের লালিত স্বপ্ন পূরণ করতে পারে, অর্থাত্ বিচ ভ্রমন আর সমুদ্র দর্শন করতে পারলেন।

Mr.bean's holiday' শিরোনামে ছবিতে সংলাপ খুবই কম, মূলত মি: বিনের সকল ছবি বৈশিষ্ট্য-ই তাই। যা কিছু অল্প সংলাপ তা খুবই সহজ আর সরল। মনে হয়, গোটা ছবিটি চার্লস চ্যাপলিনের নির্বাক ছায়ছবির বৈশিষ্ট্য দ্বারা প্রভাবিত।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040