Web bengali.cri.cn   
Mr.bean's holiday
  2013-10-17 10:27:07  cri



আজকের অনুষ্ঠানে আমি 'Mr.bean's holiday' শিরোনামে বৃটেনের একটি চলচ্চিত্রের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো।

মি: বিন বৃটেনের বৃষ্টি আর স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারনে অত্যন্ত বিরক্ত উঠলেন। এদিকে দীর্ঘদিন ধরে তাঁর মনে লালিত একটি স্বপ্ন হচ্ছে এমন যে, সে ফ্রান্সের দক্ষিণাঞ্চলের মনোরম কোনো সমূদ্র বিচে একটি সুন্দর সময় উপভোগ করছে। হঠাত্ করেই যেন তাঁর স্বপ্নটি বাস্তবে দেখা দিল। তিনি একটি লটারি টিকিটে প্রথম পুরস্কার জেতেন, যাতে মি: বিন বিনা খরচে ফ্রান্সের মনোরম শহর কান ভ্রমণ ছাড়াও, দু'হাজার ইউরো এবং একটি ভিডিও ক্যামেরা পুরস্কার হিসেবে জয় করেন।

প্রিয় শ্রোতা, আপনার এখন চলচ্চিত্রের যে অংশ শুনছেন এতে মি: বিন বিজয়ী হওয়ার দৃশ্য বর্ণনা করা হয়।

প্যারিসে পৌঁছানোর পর ইউরোস্টার ট্রেনে উঠার আগে মি: বিনের খেয়াল হলো ভিডিও ক্যামেরায় নিজেকে শ্যুটিং করার। এ জন্য তিনি একজন পর্যটকের কাছে ভিডিও ক্যামেরার দিয়ে নিজেকে শুটিং করার অনুরোধ জানান। স্বভাবতই মি: বিন সেই ট্রেনে উঠলেন কিন্তু শ্যুটিং করতে গিয়ে বেচারা পর্যটক ট্রেন মিস করলেন, শুধু তাই নয়, পর্যটকের ছেলে সেই ট্রেনের মধ্যে থাকায় ছেলের সঙ্গেও বাবাকে বিছিন্ন হতে হলো। আর কোনো উপায় অন্তুর না দেখে মি: বিন ঐ ছেলেকে নিয়েই একসাথে সমুদ্রের বিচের দিকে রওনা হন। মি: বিন ইংরেজি বলতে পারেন কিন্তু ছেলেটি বলতে পারে কেবল ফরাসি। ফলে দু'জনের কেউ কারো ভাষা বুঝতে পারে না। তবে মজার বিষয় হলো ভাষা তাদের দু'জনের মধ্যে যোগাযোগ আর আদানপ্রদানে বাধা হয়ে উঠতে পারলো না। তারা শরীরে ভাষা দিয়ে যার যার বলা কথা প্রকাশ করতে শুরু করে এবং বেশ আনন্দ আর মজাতেই সময় পার করতে থাকে।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040