|
বিমান বন্দর থেকে ফ্রানকের সাথে কারাগৃহে পৌঁছানোর পর জানা গেলো যে, কারাগৃহটি অবৈধ ভাবে পরিচালনা করার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। এ অবস্থায় ফ্র্যানক চিয়া চিয়াকে তাঁর একজন বন্ধুর কারাগৃহে পাঠায়।
এদিকে অল্প কিছুদিন হলো ফ্র্যানকের বিবাহবিচ্ছেদ হয়েছে। যুক্তরাষ্ট্রে আসার আগে তিনি চীনের একটি খুব বিখ্যাত হাসপাতালে ডাক্তার হিসেবে কাজ করতেন। যুক্তরাষ্ট্রে আসার পর তার স্ত্রী একজন আমেরিকানকে বিয়ে করেন। ফলে তাঁর একমাত্র মেয়েকে দেখাশোনা করার জন্য সাময়িক ভাবে ডাক্তারি পেশা ছেড়ে দিয়ে একটি বেসরকারী কারাগৃহের গাড়িচালকের দায়িত্ব গ্রহন করে।
এদিকে ধীরে ধীরে চিয়া চিয়া এবং ফ্র্যানক পরস্পরকে জানতে পারে এবং তাদের মধ্যে স্বাভাবিক আস্থার সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এই সময়ের মধ্যে চিয়া চিয়া তাঁর ছেলেবন্ধু লাও চোং-এর সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়, শুধু তাই নয় যোগাযোগের সম্ভাবনাও যেন ক্রমে লুপ্ত হয়ে যায়। চিয়া চিয়া তাঁকে ক্রমাগত ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁর সাড়া পাওয়া যায় না। এই ঘটনায় চিয়ার মানসিক দৃঢ়তা যখন ক্রমশই দূর্বল হয়ে পড়ছিল, এমন এক পরিস্থিতিতে একদিন চিয়া চিয়া আবিষ্কার করে যে, তাঁর ক্রেডিট কার্ড ফ্রীজ করা হয়েছে এবং পণ্য ক্রয়ে তাঁর ঐ কার্ড আর কোনোভাবেই ব্যবহার করা যাবে না। এতে সে আরও ভেঙ্গে পড়ে এবং বুঝতে পারে যে তাঁর সাথে কিছু একটা ভীষণ ঝামেলা শুরু হয়েছে।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |