Web bengali.cri.cn   
এক যে ছিল রাজা-রানী
  2013-02-03 15:53:15  cri

জানোয়ারটি হতাশ হয়ে দীর্ঘ নিশ্বাস ফেল চলে যায়। দিন চলে যায় এভাবে। রাণীর মনে পড়ে তার বাড়ির কথা। এখানে এত কিছু থাকতেও কেউ নেই, মনের কথা খুলে বলার মানুষ নেই, বাবা নেই, ভাই নেই, বোন নেই। এই সব ভেবে রাণী কান্না জুড়ে দেয়। রাণীর কান্না শুনে দ্রুত ছুটে আসে জানোয়ারটি।

রাণী: আমি বাড়ি যেতে চাই। কিছুদিন বাড়িতে সবার সাথে থেকে তারপর ফিরে আসবো। আমাকে বাড়ি যেতে দাও।

জানোয়ার: (কিছুক্ষণ চুপ থেকে) হ্যাঁ যাও! তবে ফিরে আসতে ভুলো না। তুমি ফিরে না আসলে আমি ভীষণ কষ্ট পাবো।

রাণী: না, না, আমি মাত্র সাতদিন থাকবো। সাতদিন পরেই ফিরে আসবো।

জানোয়ার: আমি তোমার ফিরে আসার অপেক্ষাতে রইলাম। এই আংটিটা সাথে রাখো। যখন তোমার এখানে আসার কথা মনে হবে, তখন এই আংটিটা মাথার পাশে রেখে ঘুমিও, তাহলেই ঘুম থেকে উঠে দেখবে তুমি এখানে চলে এসেছ।

রাণী বাড়ি ফিরে যায়, সবাইতো মহাখুশী। বাবা তার ছোট মেয়েকে দেখে চোখের পানি আর ধরে রাখতে পারে না। বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে দু'জনে। এভাবে মহা আনন্দে তাদের দিন কেটে যায়। আর রাণীও ভুলে যায় যে সে ফিরে আসার কথা দিয়ে এসেছে। একদিন রাণী খেতে বসে চোখের সামনে ছবি দেখতে পায় যে, সেই জানোয়ারটি মলিন মুখ, চোখ তার গর্তে ঢুকে গেছে, শরীরটাও শুকিয়ে গেছে অনেক, সারাদিন কি যেন ভাবছে। রাণীর তখন সব মনে পড়ল আর তখন বাবাকে জানালো সে আবার ফিরে যাবে সেই বনে। কেননা সে তাকে কথা দিয়ে এসেছে। বাবাতো কিছুতেই যেতে দিবে না। কিন্তু রাণী তার কথা রাখতে গিয়ে সেইদিন রাতে আংটি মাথার কাছে রেখে শুয়ে পড়ল আর পরদিন সকালে ঘুম থেকে ওঠে দেখে সে চলে এসেছে বনে ভিতরের সেই রাজপ্রাসাদে। তাড়াহুড়ো করে ছুটে যায় জানোয়ারটির কাছে কিন্তু ভিতর বাইরে কোথাও তাকে খুঁজে পায় না। রাণী অস্থির হয়ে ওঠে, খুঁজে না পেয়ে তার চোখ গড়িয়ে পানিও চলে আসে। হঠাত্ সে রাণী দেখতে পায় লাল গোলাপের বাগানে একটি গোলাপ গাছের নিচে পড়ে আছে জানোয়ারটি। চোখ তার বন্ধ, ধীরে ধীরে নিশ্বাস নিচ্ছে, মলিন, শরীর শুকিয়ে গেছে। এই অবস্থা দেখে রাণী আঁতকে উঠল! আর মাথার পাশে বসে কেঁদে কেঁদে ডাকতে লাগলো। রাণীর চোখ দিয়ে অঝর ধারায় পানি বেরিয়ে পড়ল জানোয়ারটির মুখে। আর তাতেই জানোয়ারটি চোখ খুলে দেখল-

জানোয়ার: তুমি এসেছো, যাক এবার তা হলে শান্তিতে মরতে পারবো।

রাণী: না, না তুমি মরবে কেনো, আমি তো ফিরে এসেছি।

জানোয়ার: আমার বেঁচে থেকেই বা লাভ কি?

রাণী: না না আর অমন কথা বলো না, এখন থেকে তোমার সাথেই থাকবো। আমি তোমাকে বিয়ে করবো, সত্যি বলছি, তুমি সুস্থ হও, তারপর আমরা বিয়ে করবো। আমি জানি তোমার ভীষণ কষ্ট হচ্ছে। এসো আমার বুকে এসো, দেখবে তোমার খুব ভাল লাগবে।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
广播剧场
v চীনের বসন্ত উত্সব 2013-02-03 14:48:23
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040