চলচ্চিত্রটিতে জীমের চরিত্র ফুটিয়ে তুলতে রাসেল ক্রো ব্যাপক শারীরিক কসরত করেন এবং বক্সিং শেখেন। তিনি প্রতিদিন জীমের বক্সিং-এর ভিডিও দেখতেন এবং অনেক সময় নিয়ে তাঁর প্রতিটি ক্রিয়াকলাপ ও মুখের অভিব্যক্তি পর্যবেক্ষেণ করতেন। তিনি বক্সিং শেখার জন্য বিখ্যাত বক্সিং কোচ অ্যাঞ্জেলো ডান্ডির সাহায্য নেন। ডান্ডি বক্সিং জগতের মুকুটহীন সম্রাট মোহাম্মাদ আলীর কোচ হিসেবে ২১ বছর কাজ করেছিলেন।
প্রিয় শ্রোতা, আজকের 'আলো-ছায়া' অনুষ্ঠানের প্রথম পর্ব এ-পর্যন্তই। অনুষ্ঠান প্রসঙ্গে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠান শোনার পর আপনাদের মনে কোন অনুভূতি সৃষ্টি হলে, তা আমাদের জানাতে পারেন। আমার ই-মেইল ঠিকানা:---আমাদের বিভাগের ই-মেইল ঠিকানা:--। দয়া করে উল্লেখিত দু'টি ঠিকানায় আপনার ইমেইল পাঠাবেন। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের আগামী অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করে তুলবে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এখন শুনুন আমার সহকর্মী আলিমুল হকের পরিবেশিত আলো-ছায়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। (লিলি/আলিম)
1 2 3 4