পরিবারের প্রতি ভালোবাসা এবং নিজের মর্যাদা সুরক্ষার জন্য জিম আবার বক্সিং করার সিদ্ধান্ত নিলেন। সংবাদদাতারা তাঁকে জিজ্ঞাস করলেন, "আপনি কেন আবার বক্সিং করবেন?" উত্তরে তিনি মাত্র একটি শব্দ বললেন, "দুধ"।
চলচ্চিত্রের শেষের একটি দৃশ্য। বক্সিং চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত খেলায় জিমের প্রতিদ্বন্দ্বী একজন তরুণ মুষ্টিযোদ্ধা। বক্সিং খেলতে গিয়ে এর আগে কয়েকজন প্রতিযোগী তাঁর হাতে মারা গেছেন। জীমের ট্রেনার প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করার জন্য বললেন তাকে। তার স্ত্রীও এ-নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করলেন। কিন্তু জীম তার সিদ্ধান্তে অটল রইলেন। তার স্ত্রী গির্জায় গিয়ে তাঁর জন্য প্রার্থনা করলেন এবং স্বামীর দৃঢ়সংকল্প উপলব্ধি করলেন। গির্জায় গিয়ে তিনি দেখলেন, গির্জায় উপস্থিত সকল মানুষ তার স্বামীর জন্য প্রার্থনা করছেন। তিনি বুঝলেন, তাঁর স্বামী শুধু নিজের জন্য লড়াই করছেন না, সমাজের দরিদ্র পরিবারগুলোর প্রতিনিধি হিসেবে লড়াই করছেন। তিনিই সেই পরিবারগুলোর আশা। তার সাফল্য দরিদ্র লোকগুলোকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে।
1 2 3 4