চলচ্চিত্রের শেষের একটি দৃশ্য। যে সুপারমার্কেটে তাদের দু'জনের প্রথম দেখা হয়েছিল, সেই সুপারমার্কেটে চে চু পরিবারের সদস্যদের নিয়ে সিউ চেনের সামনে একটি দৃশ্যের অভিনয় করলো। উদ্দেশ্য, সিউ চেনের স্মৃতি ফিরিয়ে আনা। অভিনীত ওই দৃশ্য দেখে সিউ চেনের স্মৃতি সত্যি সত্যিই ফিরে এলো এবং সিউ চেন চে চুকে জড়িয়ে ধরলেন।
প্রিয় শ্রোতা, আজকের 'আলো-ছায়া' অনুষ্ঠানের প্রথম পর্ব এ-পর্যন্তই। অনুষ্ঠান প্রসঙ্গে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠান শোনার পর আপনাদের কোন অনুভূতি থাকলে, তা আমাদের জানাতে পারেন। আমার ই-মেইল ঠিকানা:---আমাদের বিভাগের ই-মেইল ঠিকানা:--। দয়া করে উল্লেখিত দু'টি ঠিকানায় আপনার ইমেইল পাঠাবেন। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের আগামী অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করে তুলবে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এখন শুনুন আমার সহকর্মী আলিমুল হকের পরিবেশিত আলো-ছায়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। (লিলি/আলিম)
1 2 3 4