|
বিয়ের পর তাঁরা দু'জন খুব সুখী জীবন কাটাতে শুরু করলেন। একদিন সিউ চেন চে চু'র শিক্ষকের কাছে তাঁর মার খবর পেলেন। ছোটবেলায় চে চু'র মা তাঁকে ছেড়ে গিয়েছিলেন বলে চে চু মাকে কখনো ক্ষমা করতে পারেননি। সিউ চেন আন্তরিকভাবে চে চুকে বলেন, "একজনকে ক্ষমা করা খুব কঠিন একটা কাজ নয়। আমার দাদা আমাকে একথা বলেন। একজন সত্যিকার স্থপতি মনের বাড়ি নির্মাণ করতে সক্ষম। কিন্তু মার কারণে তুমি তোমার মনের বাড়িতে ঘৃণা লালন করছ। তুমি কখনওই তার ছায়া থেকে বেরিয়ে আসোনি।" সিউ চেনের কথা শোনার পর চে চু অভিভূত হয়ে পড়লেন। তিনি নিজের মাকে ক্ষমা করার সিদ্ধান্ত নিলেন।
সুখী জীবন সম্ভবত ক্ষণস্থায়ী হয়। একদিন সিউ চেন আবিষ্কার করলেন, তার স্মৃতিশক্তি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। কেউ যেন রবার দিয়ে তার মাথা থেকে অনেক স্মৃতি মুছে দিচ্ছে একটু একটু করে। চিকিত্সক তাঁকে বললেন, "আপনি আলজেইমার রোগে আক্রান্ত হয়েছেন।" চিকিত্সক আরো জানালেন, তার মস্তিষ্ক ধাপে ধাপে মারা যাচ্ছে। তাঁর স্মৃতিশক্তি এভাবে একদিন পুরোপুরিভাবে লোপ পাবে।
সব জেনে চে চু সিউ চেনের যত্ন নেয়ার সিদ্ধান্ত নিলেন। কিস্তু বাস্তব বড় কঠিন। চে চু-র সব প্রচেষ্টা ব্যর্থ হলো; সিউ চেনের স্মৃতি একদিন পুরোপুরি হারিয়ে গেল। কিন্তু চে চু হাল ছেড়ে দিলেন না।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |