Web bengali.cri.cn   
the founding of a republic
  2012-11-15 16:18:50  cri

কিন্তু চিয়াং চিয়েশি একদলীয় শাসনের মতাদর্শ ত্যাগ করতে রাজি ছিলেন না। একদিকে তিনি কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে অভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত হলেন; অন্যদিকে প্রথম জাতীয় পরিষদের আয়োজনের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি গণতান্ত্রিক পার্টি্গুলোর বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা গ্রহণ করলেন। তাঁর এই আচরণ ছিল 'ডাবল দশম চুক্তি'-র পরিপন্থী। তখন চীনের কমিউনিস্ট পার্টিও পাল্টা আঘাত হানা শুরু করল। এসময় গণতান্ত্রিক দলগুলো পৃথক পৃথকভাবে চীনের কমিউনিস্ট পার্টির পাশে দাঁড়ানোর ঘোষণা দিল এবং কুওমিন্টাং পার্টির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করল।

অবশেষে কুওমিন্টাং পার্টির স্বৈরশাসনের বিরুদ্ধে অভিন্ন সংগ্রামে মাও সে তুং, চৌ এন লাই, ইয়েন আন, সি পাই পো, সোং ছিং লিং, চাং লান ও লি চি শেনদের বিজয় অর্জিত হলো। তারা তখন কিভাবে গণতান্ত্রিক একটি নয়া চীন প্রতিষ্ঠা করা যায় তা নিয়ে চিন্তা-ভাবনা করতে শুরু করলেন।

১৯৪৮ সালের মে মাসে চীনের কমিউনিস্ট পার্টি 'পয়লা মে ঘোষণা' প্রকাশ করে এবং কুওমিন্টাং পার্টিকে দমন, দ্রুতভাবে নতুন রাজনৈতিক পরামর্শমূলক সম্মেলনের আয়োজন ও গণতান্ত্রিক যুক্ত সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানায়। এই আহ্বান বিভিন্ন গণতান্ত্রিক দলের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলল।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040