|
চলচ্চিত্রের গল্পের শুরু গত শতাব্দীর ৭০'র দশকের শেষ দিকে। তখন চীনের সাংস্কৃতিক বিপ্লব শেষ হয়নি। বাবা-মার কারণে স্কুলে সহপাঠীরা প্রায়ই আমার সঙ্গে বাজে আচরণ করতো। আমার উপাধি 'চিয়াং'। কিন্তু ওরা আমাকে 'চিয়াং চিয়ে শি' বলে গাল দিত। চিয়াং চিয়ে শি ছিলেন তখনকার সবচে বড় শ্রেণীশত্রু।। তখনও রাস্টিকেশন মুভমেন্ট শেষ হয়নি। শহরবাসী মাতাপিতারা নিজেদের সন্তানদের গ্রামাঞ্চলে যেতে বাধ্য হবার আশঙ্কায় দিন কাটাতেন। তারা চাইতেন, তাদের সন্তানরা অন্তত একটি প্রযুক্তিনির্ভর কাজ শিখুক। সেক্ষেত্রে তাদের শহরে থেকে যেতে হবে না। আমার দাদাও এমনটিই মনে করেন। তিনি আমাকে জিমন্যাস্টিকস্ শিখতে পাঠান। পরে তিনি দেখেন, জিমন্যাস্টিকস্ শেখা অনেক কষ্টকর। তিনি নিজে নিজেই এই সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হন। কিন্তু আমি জিমন্যাস্টিকস্ চর্চা চালিয়ে যাওয়ার জন্য জেদ ধরে বসি। কারণ তখন চীনের একজন চ্যাম্পিয়ন জিমন্যাস্টের নাম ছিল চিয়াং শাও ই। তাঁর উপাধিও চিয়াং। আমি মনে আশা, ভবিষ্যতে তাঁর মতো একজন বিজয়ী হবো।
দিনে দিনে আমি দাদার যত্নে বড় হচ্ছি।
দাদা অর্কিড ফুল পছন্দ করেন। আমার জন্মগ্রহণের সময় কেনা একপাত্র অর্কিড ফুল ছিল তাঁর খুবই প্রিয়।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |