|
ক. পেইচিংয়ের ছিয়ানমেন এলাকায় তাইওয়ানের সুস্বাদু খাবারে একটি রাতের বাজারও কিন্তু আছে। সেখানে তাইওয়ান প্রদেশের অধিকাংশ সুস্বাদু হাল্কা ধরনের খাবার খাওয়া যায়। তবে স্বীকার করছি, এ দুটি খাবার আমি কখনোও দেখিনি।
খ. আমার ভাগ্য ভালো; আমি দেখেছি এবং মজা করে খেয়েছি। সে যাক, এখন আমরা শ্রোতাবন্ধুদের জন্য তাইয়ান প্রদেশের একটি মজার গান প্রচার করবো। গানটি ওই রাতের বাজারের বিভিন্ন ঠাণ্ডা পানীয় সম্পর্কিত। গানের গায়িকার নাম আইয়া।
ক. মজার গানটি শোনার পর এখন আমরা শ্রোতাবন্ধুদের নিয়ে যেতে চাই তাইপেই রাজপ্রাসাদ জাদুঘরে। জাদুঘরটিকে আমার অতি রহস্যময় ও আশ্চর্য্য দর্শনীয় স্থান বলে মনে হয়েছে।
খ. হ্যাঁ, তা তো বটেই। তাইপেই রাজপ্রাসাদ জাদুঘর তাইপেই শহরের শিলিন এলাকার কাছে অবস্থিত। ১৯৬২ সালে পেইচিংয়ের রাজপ্রাসাদের নকশা অনুকরণ করে এর নির্মাণকাজ শুরু হয় এবং ১৯৬৬ সালে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। জাদুঘরে প্রায় ৬ লাখ শিল্পকর্ম প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে চীনা মাটির পাত্র, চীনা তাম্রপাত্র, শিল্পকলা, হস্তলিপিশিল্পসহ বিভিন্ন শিল্পকর্ম এবং জেড পাথর খোদাই ইত্যাদি। আগেই উল্লেখ করেছি, তাইপেই রাজপ্রাসাদ জাদুঘরের স্থাপত্য চীনের ঐতিহ্যবাহী রাজপ্রাসাদের স্থাপত্য নকশা অনুযায়ী নির্মিত হয়েছে। এর ছাদ হালকা নীল রঙয়ের, দেয়াল হালকা হলুদ রঙয়ের এবং ভিত্তি কালো রঙয়ের পাথর দিয়ে তৈরী।
ক. রাজপ্রাসাদ জাদুঘরের ভেতরের কোন কোন শিল্পকর্ম তোমার মনে গভীর ছাপ ফেলেছে?
খ. আগেই জানিয়েছি জাদুঘরে শিল্পকর্মের সংখ্যা অনেক। তবে সময়স্বল্পতার কারণে অনেক শিল্পকর্ম দেখার সুযোগ পাইনি। মাত্র দুই ঘন্টায় এতো শিল্পকর্ম দেখা সম্ভব নয়। আশা করি পরেরবার যখন যাবো তখন আরো বেশি সময় নিয়ে সব শিল্পকর্ম দেখতে পারবো। তবে এবার যেকটি শিল্পকর্ম দেখার সুযোগ আমার হয়েছে, সেগুলোর মধ্যে চীনা জেড পাথর দিয়ে তৈরী 'বাঁধাকপি' সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে।
ক. আমি ইন্টারনেটের মাধ্যমে এ-শিল্পকর্ম সম্পর্কে জেনেছি। এ পাথর কি প্রাকৃতিকভাবেই বাঁধাকপির আকৃতি পেয়েছে?
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |