|
বাবা হার্ট এবং কানসার মধ্যে তুমুল যুদ্ধ দেখে উমাসো প্রথমবারের মতো উপলব্ধি করে, বাবা এবং সে ভিন্ন রকম। তা সত্ত্বেও, সে এই কথা বলে, বাবা এবং আমি একদম ভিন্ন। এ পয়েন্ট আমি অবশ্যই জানি। আমি ছোট শিশু নই। কিন্তু বাবা হলো বাবা।
হার্ট শুনেছে, তাদের সমভূমিতে অবস্থিত এক আগ্নেয়গিরিতে অগ্নুত্পাত হবে। সে মাকে এই খবর বলতে চায়। সে অনেক বিপদ অতিক্রম করে মায়ের সেই সম্প্রদায়কে খুঁজে পায়। কিন্তু তার বড় ভাই লাইট তাকে বলে, মা সকালে বনে গেছেন এবং এখনও ফিরে আসেন নি। লাইট গোটা সম্প্রদায়কে রক্ষার জন্য বনে মাকে খুঁজে বের করার সুযোগ পায় না।
লাইটের কথা শুনে হার্ট মাকে উদ্ধার করার জন্য তাড়াহুড়া করে বনের দিকে যাচ্ছে। অবশেষে মায়ের সঙ্গে দেখা হয় এবং তারা আলিঙ্গন করে।
প্রিয় শ্রোতা, আপনারা চলচ্চিত্রের যে অংশ শুনছেন এতে এই দৃশ্য দেখানো হয়।
লাইট গোটা সম্প্রদায় নিয়ে উত্তর দিকে যাওয়ার জন্য প্রস্তুত হয়। বিদায়ের সময় মা হার্টকে বলেন, তুমি যেখানেই থাকো না কেন আমি চিরদিন তোমাকে ভালোবাসি।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |