|
প্রিয় শ্রোতা, আপনারা চলচ্চিত্রের যে অংশ শুনছেন এতে এই দৃশ্য দেখানো হয়।
প্রথমবার রক্তপাতের দৃশ্য দেখে সে ভয় পেয়ে দৌড়ে বাসায় ফিরতে চায়। কানসা নামে একটি টিরানোসোরাস পায়ে পায়ে তাকে অনুসরণ করে। কানসা হার্টের ওপর হামলা চালায়। হার্ট প্রচণ্ড ভয়ে ও মরিয়া হয়ে কানসার লেজ কামড়ে ধরে খেয়ে ফেলে।
তখন থেকেই হার্ট বুঝতে পারে সে নিজেও একটি টিরানোসোরাস। ভবিষ্যতে কোন একদিন মা ও বড় ভাই লাইটকে খেয়ে ফেলতে পারে এই আশংকায় সে বাড়ি ত্যাগ করে।
নিজেকে শক্তিশালী ও সত্যিকারে একটি টিরানোসোরাসে পরিণত করার জন্য হার্ট প্রতিদিন শরীর চর্চা করে।
প্রিয় শ্রোতা, আপনারা চলচ্চিত্রের যে অংশ শুনছেন এতে এই দৃশ্য দেখানো হয়।
বড় হওয়ার পর হার্ট একটি শ্রেষ্ঠ টিরানোসোরাস হয়েছে। তবে সে এখনো লাল ফল পছন্দ করে। একদিন সে ankylosaurus অ্যানকিলোসোরাস নামে এক ধরনের তৃণভোজী ডাইনোসর দেখে। যখন সে তাকে খেয়ে ফেলতে শুরু করে তখন সে বলে, ইউ আর উমাসো । মানে তুমি অনেক সুস্বাদু। শিশু অ্যানকিলোসোরাসটি মনে করে, তার নাম ুউমাসো এবং হার্ট তার বাবা।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |