Web bengali.cri.cn   
দ্য চিল্ডরেন অব হেভেন
  2012-08-02 13:25:48  cri

দ্য চিল্ডরেন অব হেভেন চলচ্চিত্রের পরিচালক হচ্ছেন মাজিদ মাজিদি। তিনি ইরানের তৃতীয় প্রজন্মের চলচ্চিত্র পরিচালকদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ । দ্য চিল্ডরেন অব হেভেন চলচ্চিত্রটি ইরানি চলচ্চিত্রের সহজ ও সরল বৈশিষ্ট্য সমৃদ্ধ। ইরানের অধিকাংশ চলচ্চিত্রের মতো এই চলচ্চিত্রে আন্তরিকভাবে ইরানীদের বাস্তব জীবনকে তুলে ধরা হয়েছে। ফলে ছবিটি দর্শকদের একটি নির্মল জগতে বয়ে নিয়ে যায়।

চলচ্চিত্রের দৃশ্যকাব্য থেকে বলা যায়, তার গল্প খুব সহজ। এক জোড়া জুতোর প্রতি দু'জন শিশুর আকাঙ্খাকে কেন্দ্র করে ছবি শুরু হয়। মানুষের মনে এ চলচ্চিত্রটি গভীর ছাপ ফেলার কারণ হলো এতে সুগভীর কোমল অনুভূতি ছড়িয়ে পড়ে। শিশুদের উদ্যম এবং সমাজের তৃণমূলের জনগণের প্রতি চলচ্চিত্র পরিচালকের যত্ন গভীরভাবে আমাদের মুগ্ধ করেছে। আলির মতো কষ্টকর অবস্থায় বেঁচে থাকা শিশুদের ওপর চলচ্চিত্র পরিচালক সস্তা সহানুভূতি প্রদর্শন নয়, বরং এক ধরনের সম্মান ফুটিয়ে তুলেছেন। চলচ্চিত্রে দারিদ্র্য একটি অত্যন্ত দুর্ভোগের প্রতীক নয়, বরং এমন ধরনের দুর্ভোগে সাধারণ মানুষের মানব প্রকৃতি আরো জ্বল জ্বল করে ওঠে। চলচ্চিত্রে ভাইবোনের শিশুসুলভ দৃষ্টিকোণ থেকে এই জগতকে দেখা হয়। দর্শকরা অনুধাবন করেন যে, দরিদ্র জীবনে এমন ধরনের আশা ও উষ্ণতা বিদ্যমান রয়েছে যা টাকা দিয়ে কেনা যায় না। দারিদ্র্য এক ধরনের দুর্ভাগ্যজনক বিষয়। কিন্তু এসব দরিদ্র মানুষ দারিদ্র্যের কারণে দয়া, বিশালতা ও কৃতজ্ঞতাবোধ হারান নি।

চলচ্চিত্র পরিচালক মাজিদি বলেছিলেন, রাজনীতির চেয়ে সংস্কৃতি আরো গুরুত্বপূর্ণ। চলচ্চিত্র মানুষের সঙ্গে মানুষের সংশয় ও ভুল বোঝাবুঝি দূর করতে এবং ইরান সম্পর্কে মানুষের ধারণা পরিবর্তন করতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। দ্য চিল্ডরেন অব হেভেন চলচ্চিত্রের মধ্য দিয়ে মাজিদি তাঁর ইচ্ছা বাস্তবায়ন করেছেন বলে আমরা নিশ্চয়ই বলতে পারি।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040