|
||||||||||||||||||||||||||||
কাজ করার শেষে সেই দয়ালু দাদা আলির বাবাকে বেশি টাকা দেন এবং তাঁকে বলেন, আপনি খুব ভালোভাবে কাজ করেছেন। বাবা আলিকে বলেন, পরে আমি মাঝেমাঝে ধনী মানুষের ফুল বাগানে কাজ করবো এবং অনেক টাকা অর্জন করবো। তোমার মা, তোমার ছোট বোন এবং তোমার জন্য অনেক ভালো জিনিস কিনবো। আলি বলো, ছোট বোনের জন্য এক জোড়া নতুন জুতো কিনবেন। বাবা বলেন, তোমার জন্যও এক জোড়া নতুন জুতো কিনবো। আলি বলো, প্রথমে ছোট বোনের জন্য কিনবেন। বাবা বলেন, তোমার ইচ্ছা মতোই কাজ হবে।
প্রিয় শ্রোতা, আপনারা চলচ্চিত্রের যে অংশ শুনছেন এতে তাঁদের দু'জনের কথোপকথন বর্ণনা করা হয়
যখন তাঁরা এই কথা বলছেন তখন সাইকেলের ব্রেক ফেল করে। তাঁরা মাটিতে পড়ে যান। যে টাকা এইমাত্র উপার্জন করা হলো সে টাকা তাঁদের চিকিত্সায় ব্যয় হয়ে যায়।
আলি শহরব্যাপী দূর পাল্লার হাঁটার প্রতিযোগিতা সম্পর্কিত একটি ঘোষণা দেখার পর শিক্ষকের কাছে প্রতিযোগিতায় অংশ নেয়ার অনুরোধ জানায়। কারণ প্রতিযোগিতায় তৃতীয় পুরস্কার হিসেবে এক জোড়া জুতো রয়েছে।
প্রতিযোগিতায় আলি অংশ নেয় । তার চোখের সামনে ছোট বোনের স্কুল শেষে বাড়িতে ফিরে তার সঙ্গে জুতো বিনিময় এবং তার জুতো পরে স্কুলে দৌড়ে যাওয়ার দৃশ্য ভেসে ওঠে। সে বিজীয় হতে চায় এবং সেই জুতো পেতে চায়।
প্রিয় শ্রোতা, আপনারা চলচ্চিত্রের যে অংশ শুনছেন এতে আলির দৌড়ানোর দৃশ্য দেখানো হয়।


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |